ঢাকা, বুধবার, এপ্রিল ২৩, ২০২৫ | ৯ বৈশাখ ১৪৩২
Logo
logo

ইসরায়েলি সেনাদের জিম্মির মরদেহ উদ্ধারের আসল কথা জানাল হামাস


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৯ নভেম্বর, ২০২৩, ০২:১১ পিএম

ইসরায়েলি সেনাদের জিম্মির মরদেহ উদ্ধারের আসল কথা জানাল হামাস

 ইসরায়েলি সেনাদের জিম্মির মরদেহ উদ্ধারের আসল কথা জানাল হামাস

হামাসের সামরিক শাখা ইজদিন আল-কাসাম ব্রিগেডস জানিয়েছে যে, গাজার আল-শিফা হাসপাতাল থেকে দুই নারী ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধার নিয়ে মিথ্যাচার করছে ইসরায়েল। আসলে জিম্মিদের একজন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

আল-কাসাম ব্রিগেডস টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক সরকারী বিবৃতিতে জানায, ‘মারাত্মক অসুস্থ বেশ কয়েকজন জিম্মিকে চিকিৎসা প্রদান ও বাঁচিয়ে রাখতে আমরা হাসপাতাল ভর্তি করেছিলাম। আরিয়েহ জালম্যান জদমানোভিচ ছিলেন তাদের একজন। তিনি হাসপাতালের আইসিওতে ভর্তি ছিলেন। তার কার্ড নম্বর ছিল ০০১০১৮৫৭৯১।’

 আল-কাসাম ব্রিগেডস আরও জানায়, সুস্থ হওয়ার পর তাকে তার আটকস্থানে ফিরিয়ে আনা হয়। তিনি যেখানে আটক ছিলেন তার আশেপাশে বিমান ও বোমা হামলায় আতংকিত হয়ে মারা যান। আমরা আমাদের কাছে থাকা এর তথ্যপ্রমাণ প্রকাশ করবো।

বিবৃতিতে বলা হয়, গত বৃহস্পতিবার দখলদার ইসরায়েলি বাহিনী দুই জন নারী জিম্মির মরদেহ উদ্ধারের কথা জানায়। তাদের একজন ছিলেন নারী সেনা। তাকে যেখানে আটক রাখা হয়েছিল সেখানে ইসরায়েলি বোমাবর্ষণে তিনি নিহত হন।
 
অপরজনের মরদেহ আল-শিফা হাসপাতালের পাশের এক ভবনে পাওয়া যায় বলে ইসরায়েলি সেনারা দাবি করেছে।

আল-কাসাম ব্রিগেডস জানায়, দখলদার বাহিনীর নির্বিচার বিমান হামলায় এ পর্যন্তু ৬০ জনেরও বেশি জিম্মি মারা গেছেন। গাজার সর্বত্র বিশেষকরে ফিলিস্তিনিদের বাসভবনে তারা এখনও নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি