ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫ | ৬ বৈশাখ ১৪৩২
Logo
logo

গাড়ির ভেতর থেকে অভিনেতার মরদেহ উদ্ধার


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৯ নভেম্বর, ২০২৩, ০৮:১১ পিএম

গাড়ির ভেতর থেকে অভিনেতার মরদেহ উদ্ধার

 গাড়ির ভেতর থেকে অভিনেতার মরদেহ উদ্ধার

 রহস্যজনকভাবে মারা গেছেন মালয়ালম অভিনেতা বিনোদ থমাস। গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে তার মরদেহ। কেরলের পাম্পেডির কোট্টায়ম এলাকার এক হোটেলের কাছে এ ঘটনা ঘটে। জানা গেছে, হোটেলের কাছে অনেকক্ষণ ধরে বিনোদের গাড়িটি দাঁড়িয়েছিল। তাতেই হোটেলকর্মীদের সন্দেহ হয়। গাড়ির কাছে গিয়ে তারা অভিনেতাকে দেখে সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন। পুলিশ এসে অভিনেতাকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

কেরালা পুলিশ জানিয়েছে, অভিনেতা বিনোদের মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। রহস্য উদঘাটনে ময়না তদন্তে পাঠানো হয়েছে তার মরদেহ। তবে ধারণা করা হচ্ছে গাড়ির ভেতরের শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র থেকে বিষাক্ত গ্যাস বেরিয়ে মৃত্যু হয়েছে অভিনেতার।
দক্ষিণি চলচ্চিত্রের পরিচিত মুখ বিনোদ। তার অভিনীত ছবিগুলোর মধ্যে ‘আয়াপ্পানুম কোশিয়ুম’, ‘নাথোলি ওরু চেরিয়া মিনাল্লা’, ‘ওরু মুরাই ভন্ত পার্থায়া’, ‘হ্যাপি ওয়েডিং’ অন্যতম।

এদিকে বিনোদের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মালয়ালম সিনেমা অঙ্গনে। এরইমধ্যে তার সহকর্মী ও অনুরাগীরা সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন শোক।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি