এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৩, ০৩:১১ পিএম
রাতভর ইসরায়েলি হামলায় ৬ সাংবাদিক নিহত, গাজায় মৃতের সংখ্যা ১৩ হাজার
ফিলিস্তিনের গণমাধ্যমবিষয়ক পর্যবেক্ষক সংস্থা এমএডিএ, ফিলিস্তিনি প্রেস সিন্ডিকেট একথা জানিয়েছে। তারা জানায়, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার বোমা হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ছয় সাংবাদিক ও গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন। সেই সঙ্গে গাজায় নিহতের সংখ্যা ১৩ হাজার অতিক্রম করেছে।
ফিলিস্তিনি ওই দুই সংস্থার তথ্য ও হামলার ভিডিও পর্যালোচনা করে কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাও গাজায় ছয় সাংবাদিক ও গণমাধ্যমকর্মীর প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে।
ইসরায়েলের হামলায় নিহত সাংবাদিকরা হলেন, সাংবাদিক মুস্তফা আল-সাওয়াফ, আলোকচিত্রী মুসাব আশৌর, আল-আকসা টেলিভিশনের প্রকৌশলী আমর আবু হায়া, আল-আকসা টেলিভিশনের প্রশাসক আব্দু আলহালিম আওয়াদ।
এর আগে, রোববার সকালের দিকে আলজাজিরার প্রতিবেদনে গাজা উপত্যকার বুরেইজি শরণার্থী শিবিরে ইসরায়েলের বোমা হামলায় দুই সাংবাদিকের প্রাণহানির তথ্য জানানো হয়। নিহত দুই সাংবাদিকই কুদস নিউজে কর্মরত ছিলেন। তারা হলেন সাংবাদিক সারি মনসুর ও হাসুনেহ সেলিম।
সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার বৈশ্বিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) শনিবার এক প্রতিবেদনে বলেছে, গত ৭ অক্টোবর হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত (১৮ নভেম্বর) ইসরায়েলি হামলায় অন্তত ৪২ সাংবাদিক নিহত হয়েছেন। নিহত সাংবাদিকদের বেশিরভাগই ফিলিস্তিনি। এছাড়া কয়েকজন ইসরায়েলি ও লেবাননিজ সাংবাদিকও চলমান এই যুদ্ধে প্রাণ হারিয়েছেন।
গত ৭ অক্টোবর ফিলিস্তিনি ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা ইসরায়েলে অতর্কিতে অভিযান চালায়। এতে ১২০০ ইসরায়েলি নিহত ও ২৪০ জন জিম্মি হিসেবে আটক হন। সেইদিন থেকেই ইসরায়েল গাজায় হামলা চালায় যা আজও আরও তীব্রতা নিয়ে অব্যাহত রয়েছে। ইসরায়েলি হামলায় গাজা নিহত হয়েছে অন্তত ১৩ হাজার। যার মধ্যে শিশু ৫৫০০ ও নারী ৩৫০০। আহত হয়েছেন ৩০ হাজারেরও বেশি। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি