এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৩, ০৮:১১ পিএম
ওয়েটিং লিস্ট তুলে দিচ্ছে রেল! যাত্রার আগে বড় আপডেট মিস করছেন না তো
ভারতের লাইফলাইন ভারতীয় রেল। গোটা দেশজুড়ে বিস্তৃত রেল ট্র্যাক। প্রত্যেকদিন কয়েক লাখ মানুষ যাতায়াত করে রেলে। কিন্তু বারবারই যাত্রী নিরাপত্তা এবং সাছন্দ্যে নিয়ে প্রশ্ন ওঠে। সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। যদিও ভারতীয় রেলকে একেবারে ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। পরিষেবা এবং মান উন্নত করতে একগুচ্ছ নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে রেলের তরফে। যার মধ্যে গুরুত্বপূর্ণ ওয়েটিং লিস্ট
। সম্পূর্ণ ওয়েটিং লিস্টতুলে দেওয়ার ভাবনা রেলমন্ত্রকের। আগামী ৪ থেকে পাঁচ বছরের মধ্যে বলে কিছু থাকবে না। আর সেভাবে পরিকল্পনা রেলের তরফে করা হচ্ছে বলে জানা যাচ্ছে।