ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪ | ২৪ ভাদ্র ১৪৩১
Logo
logo

UFO নজরে আসতেই ছুটে যায় রাফাল, মণিপুরের আকাশে কড়া নজর


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২০ নভেম্বর, ২০২৩, ০৮:১১ পিএম

UFO নজরে আসতেই ছুটে যায় রাফাল, মণিপুরের আকাশে কড়া নজর

UFO নজরে আসতেই ছুটে যায় রাফাল, মণিপুরের আকাশে কড়া নজর

 অজ্ঞাত উড়ন্ত বস্তুর খোঁজ পেতেই ছুটে যায় রাফাল যুদ্ধবিমান। রবিবার ইম্ফল বিমানবন্দরের কাছে উড়ন্ত বস্তু চোখে পড়ার পরই চাঞ্চল্য ছড়ায়। আকাশে ঠিক কী দেখা গেল, কারা বা ওড়াল, সেটা বুঝতে পাঠানো হয় যুদ্ধবিমানগুলি। রবিবার দুপুর আড়াইটা নাগাদ ওই উড়ন্ত বস্তু দেখা যায়। তারপর বিমান পাঠাতে একটুও দেরী করেনি এয়ারফোর্স। বায়ুসেনা সূত্রে জানা গিয়েছে, যে জায়গায় ইউএফও দেখা গিয়েছিল, সেই অঞ্চলের আকাশে টহল দেয় রাফাল বিমানগুলি। রাফালের ওই যুদ্ধবিমানে রয়েছে আধুনিক সুবিধাযুক্ত সেন্সর। নীচু এলাকা দিয়ে গিয়েও তারা কিছুই দেখতে পায়নি। প্রথমে একটি এয়ারক্রাফট ফিরে আসার পর, আরও একটি রাফাল পাঠানো হয়। কিন্তু ইউএফও-র সন্ধান পেতে ব্যর্থ হয় তারা।