ঢাকা, শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪ | ৩ কার্তিক ১৪৩১
Logo
logo

ইসরায়েলি ট্যাংকার দখলের হুতিদের চেষ্টা ব্যর্থ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৭ নভেম্বর, ২০২৩, ০২:১১ পিএম

ইসরায়েলি ট্যাংকার দখলের হুতিদের চেষ্টা ব্যর্থ

 ইসরায়েলি ট্যাংকার দখলের হুতিদের চেষ্টা ব্যর্থ

মার্কিন ক্যাবল চ্যানেল ফক্স নিউজ জানায়, হুতি যোদ্ধারা রোববার সন্ধ্যায় এডেন উপসাগরে একটি মার্কিন ডেস্ট্রয়ার তাক করে দুটি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ইসরায়েলের ওফার পরিবারের মালিকানাধীন তেলবাহি ট্যাংকার দখল করার ব্যর্থ চেষ্টার পর হুতি যোদ্ধারা এ হামলা চালায়।

ফক্স নিউজ জানায়, দুটি মার্কিন ডেস্ট্রয়ার দুটি ক্ষেপণাস্ত্র দেখতে পায় যা তার লক্ষ্যবস্তুতে আঘাত করতে ব্যর্থ হয় এবং এডেন সাগরে গিয়ে পড়ে।

হুতি যোদ্ধারা রাসায়নিক পণ্যবাহী ইসরায়েলি ট্যাংকার সেন্ট্রাল পার্ক আটক করার চেষ্টা করে। ট্যাংকারটিতে ফসফরিক এসিড বহন করছিল।

ট্যাংকারটি বিপদে পড়ার সংকেত পাঠানোর পর মার্কিন বিমানবাহি যুদ্ধজাহাজ ইউএসএস ম্যাসন ট্যাংকারটি অপহরণ ঠেকাতে দ্রুত এগিয়ে যায়। জাপানের একটি ডেস্ট্রয়ারও এ ব্যাপারে ইউএসএস ম্যাসনের সহায়তা করে।
ফক্স নিউজ জানায়, এই ঘটনার পর অন্তত ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে মার্কিন কর্তৃপক্ষ জিঙ্গাসাবাদ করছে বলে জানা গেছে।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি