ঢাকা, বুধবার, এপ্রিল ২৩, ২০২৫ | ৯ বৈশাখ ১৪৩২
Logo
logo

ইসরায়েল সফরে ইলন মাস্ক, হামাসের হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৮ নভেম্বর, ২০২৩, ০১:১১ পিএম

ইসরায়েল সফরে ইলন মাস্ক, হামাসের হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন

 ইসরায়েল সফরে ইলন মাস্ক, হামাসের হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন

টেক বিলিয়নিয়ার ইলন মাস্ক সাক্ষাৎ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে। অতিথিকে নিয়ে গত ৭ অক্টোবর হামাসের আক্রমণের শিকার একটি এলাকা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। ঘুরিয়ে ঘুরিয়ে দেখান ধ্বংসের চিত্র।

এ সময় টেসলা বস হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধের প্রতি সমর্থন জানান, যদিও কদিন আগেই তিনি সোশ্যাল মিডিয়ায় ইহুদীবিদ্বেষী পোস্টে সমর্থন দিয়ে রীতিমতো তোপের মুখে পড়েছিলেন।

বেঞ্জামিন নেতানিয়াহু নিজেই টুইটারে ছবি পোস্ট করেছেন টুইটার সিইও ইলন মাস্কের সঙ্গে তার পরিদর্শনের ছবি।   

মাস্ক বলেন, ধ্বংসের চিহ্ন তাকে প্রচণ্ড ধাক্কা দিয়েছে। হামাসকে নির্মূল করা ভিন্ন কোনো পথ ইসরায়েলের সামনে খোলা নেই।
প্যালেস্টাইনের সঙ্গে যুদ্ধবিরতির চতুর্থ দিনে এই সফরে যান মাস্ক। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি