ঢাকা, বুধবার, এপ্রিল ২৩, ২০২৫ | ৯ বৈশাখ ১৪৩২
Logo
logo

গাজায় যুদ্ধবিরতি দুদিন বৃদ্ধি, বন্দিবিনিময় শুরু


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৮ নভেম্বর, ২০২৩, ০১:১১ পিএম

গাজায় যুদ্ধবিরতি দুদিন বৃদ্ধি, বন্দিবিনিময় শুরু

 গাজায় যুদ্ধবিরতি দুদিন বৃদ্ধি, বন্দিবিনিময় শুরু

 সোমবার চারদিনের যুদ্ধবিরতি শেষ হওয়ার দিনই আরো দুদিন বাড়ানো হয়েছে যুদ্ধবিরতির মেয়াদ। আর চুক্তির অংশ হিসেবে ১১ ইসরায়েলি ও ৩৩ ফিলিস্তিনি মুক্তি পেয়েছে বন্দিদশা থেকে।

চলমান যুদ্ধ পরিস্থিতিতে দুই দেশের মধ্যে অন্যতম মধ্যস্থতাকারী দেশ হিসেবে কাতার যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণা দেয়। এর পর পরই ইসরায়েল ও হামাস কর্তৃপক্ষ এতে তাদের সম্মতির কথা জানায়।

মুক্তিপ্রাপ্ত ১১ ইসরায়েলির মধ্যে তিন বছর বয়সী দুই যমজ রয়েছে। এ নিয়ে হামাসের হাতে আটক ইসরায়েলিদের মধ্যে ৫০ জন মুক্তি পেলো।

ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পাওয়া ৩৩ ফিলিস্তিনের মধ্যে ৩০ জনই শিশু, বাকি তিনজন নারী।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি