ঢাকা, বুধবার, এপ্রিল ২৩, ২০২৫ | ৯ বৈশাখ ১৪৩২
Logo
logo

গাজায় নিহতের সংখ্যা ১৫ হাজার ছাড়াল


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৮ নভেম্বর, ২০২৩, ০১:১১ পিএম

গাজায় নিহতের সংখ্যা ১৫ হাজার ছাড়াল

 গাজায় নিহতের সংখ্যা ১৫ হাজার ছাড়াল

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়ে গেছে। ফিলিস্তিনের সরকারি তথ্য দপ্তরের একজন মুখপাত্র গত সোমবার একথা জানান। ওই মুখপাত্র আরও জানান, নিহত ব্যক্তিদের মধ্যে ৬ হাজার ১৫০টি শিশু এবং ৪ হাজার নারী। এছাড়া গাজায় এখনো প্রায় ৭ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানান ওই মুখপাত্র। তাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা ৪ হাজার ৭০০ জনের বেশি।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গত ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে  নজিরবিহীন অভিযান চালায়। তার প্রতিশোধ নিতে ওই দিনই অবরুদ্ধ গাজা উপত্যাকায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল।

এছাড়া অধিকৃত পশ্চিম তীরের পূর্ব জেরুজালেমসহ বিভিন্ন স্থানে ফিলিস্তিনের কয়েকটি আশ্রয়শিবিরে হামলা ও হত্যাকান্ড চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। এ ছাড়া গাজা থেকে পালানোর সময় বেসামরিক লোকজনের ওপর ইসরায়েলি বাহিনীর বিমান হামলা চালায়। হামলা হয়েছে গাজার হাসপাতালেও।

ফিলিস্তিনি তথ্য দপ্তরের বিবৃতিতে বলা হয় নিহত ফিলিস্তিনিদের মধ্যে ২০৭ জন মেডিকেল স্টাফ, উদ্ধারকাজে নিয়োজিত বেসামরিক প্রতিরক্ষা দপ্তরের ২৬ কর্মী এবং কর্তব্যরত ৭০ সাংবাদিক।

ইসরায়েলি হামলা গাজায় আহত হয়েছেন ৩৬ হাজারেরও বেশি ফিলিস্তিনি যাদের ৭০ শতাংশই নারী ও শিশু। হামলায় পুরোপুরি ধ্বংস হয়েছে ৫০ হাজার বসত বাড়ি এবং মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ২ লাখ ৪০ হাজার বসতবাড়ি।

ইসরায়েলি হামলায় সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে ৮৮টি মসজিদ, আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ১৭৪টি মসজিদ। এছাড়া তিনটি গীর্জাও ধ্বংস করেছে দখলদার সেনারা।

এরআগে ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের আক্রমনে নিহত হয় ১২০০ ইসরায়েলি। জিম্মি  হয় আরও ২৪২ জন। যার মধ্যে ৫০ জনকে হামাস মুক্তি দিয়েছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি