ঢাকা, শনিবার, মার্চ ২৯, ২০২৫ | ১৫ চৈত্র ১৪৩১
Logo
logo

‘বর্তমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে কূটনীতির গুরুত্ব’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ০৭ জুন, ২০২২, ০৫:০৬ পিএম

‘বর্তমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে কূটনীতির গুরুত্ব’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

‘বর্তমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে কূটনীতির গুরুত্ব’ শীর্ষক একটি আন্তর্জাতিক সেমিনার আজ মঙ্গলবার (৭ জুন) নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এটি আয়োজন করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়ান ইন্সিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্স (এসআইপিজি)’র সেন্টার ফর পিস স্টাডিজ (সিপিএস)। সেমিনারে উপস্থিত বক্তাদের মধ্যে ছিলেন, বাংলাদেশে রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত আলেকজান্ডার ভিকেন্তিয়েভিচ মানতিৎস্কি, বাংলাদেশে তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান, জার্মানির পিআরআইএফ’এর পরিচালক অধ্যাপক ড. নিকোল ডিটেলহফ, নরওয়ের আর্কটিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গুনহিল্ড হুগেনসেন জর্ভ, এবং বাংলাদেশ সরকারের সাবেক পররাষ্ট্র সচিব ও বর্তমানে এসআইপিজির প্রফেসরিয়াল ফেলো রাষ্ট্রদূত শহীদুল হক। সেমিনারে সভাপতিত্ব করেন এনএসইউর উপ উপাচার্য অধ্যাপক এম. ইসমাইল হোসেন।