ঢাকা, বুধবার, এপ্রিল ২৩, ২০২৫ | ৯ বৈশাখ ১৪৩২
Logo
logo

আরও দীর্ঘ মানবিক যুদ্ধবিরতির আলোচনা চলছে কাতারে


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ০২:১১ পিএম

আরও দীর্ঘ মানবিক যুদ্ধবিরতির আলোচনা চলছে কাতারে

  আরও দীর্ঘ মানবিক যুদ্ধবিরতির আলোচনা চলছে কাতারে

এর লক্ষ্য হচ্ছে সব ইসরায়েলি জিম্মি এবং সব ফিলিস্তিনি বন্দির মুক্তি নিশ্চিত করা। হওয়া পর্যন্তু এ দীর্ঘ মানবিক যুদ্ধবিরতির আলোচনা করা হচ্ছে।

ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টিং করপোরেশন(কান) মঙ্গলবার জানায়, কাতারে গাজা উপত্যাকায় দীর্ঘমেয়াদে মানবিক যুদ্ধবিরতির এ আলোচনা শুরু হয়েছে। কান জানায়, এ আলোচনায় ইসরায়েলি সেনাসহ গাজায় জিম্মি হিসেবে আটক সবাইকে এবং ইসরায়েলিদের হত্যার জন্য দন্ডপ্রাপ্তরাসহ ইসরায়েলের কারাগারে আটক সব ফিলিস্তিনি বন্দির মুক্তি প্রদান।

ফিলিস্তিনের স্বাধীনতার জন্য যুদ্ধরত হামাস নতুন চুক্তির ব্যাপকভিত্তিক রূপরেখাকে অনুমোদন করেছে তবে তারা এজন্যে তারা একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দাবি জানিয়েছে যা ইসরায়েল এখনও প্রত্যাখ্যান করে চলেছে।

ইসরায়েলের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মাদ বিন আব্দুল রহমান আল-থানি, মিসরের সাধারণ গোয়েন্দা সংস্থা (জিআইএস) পরিচালক আব্বাস কামেল, মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা(সিআইএ) প্রধান উইলিয়ামস বার্নস এবং ইসরায়েরি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বারনেয়া এ দীর্ঘতর যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করছেন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি