ঢাকা, শুক্রবার, এপ্রিল ১৮, ২০২৫ | ৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

ইদানীং জায়েদ খানের পাগলামি বেড়ে গেছে: হিরো আলম


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ০২ ডিসেম্বর, ২০২৩, ০১:১২ পিএম

ইদানীং জায়েদ খানের পাগলামি বেড়ে গেছে: হিরো আলম

ইদানীং জায়েদ খানের পাগলামি বেড়ে গেছে: হিরো আলম

কখনো নারী বিষয়ে মন্তব্য, কখনো হাতে থাকা ঘড়িকে রোলেক্স ব্র্যান্ডের দাবি করে এবং পরনের পোশাক নিয়ে কথা বলে নিয়মিত চর্চায় থাকেন জায়েদ খান। এসব নিয়ে সামাজিক মাধ্যমে সবসময়ই ট্রোলের শিকার হন তিনি। সম্প্রতি তার একটি ডিগবাজির ভিডিও ভাইরাল হয়। যা নিয়ে অনেক চর্চা হলে চর্চাকারীদের ধন্যবাদ জানান জায়েদ। আর তার এসব কর্মকাণ্ড নিয়ে এবার কথা বললেন তারই মতো আলোচনায় আসা কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম।

হিরো আলম বলেন, ‘জায়েদ খান আগে এরকম করতো না। ইদানীং পাগলামিটা বেড়ে গেছে তার। কাজের অভিজ্ঞতায় আমার সিনিয়র সে। আমার থেকে কাজের অভিজ্ঞতা তার বেশি, আমার একটু কম হতে পারে।’

সম্প্রতি ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে যান হিরো আলম। সেখান থেকে বেরিয়ে গণমাধ্যমে তিনি বলেন, ‘আমি দুবাই গেছিলাম। আরাভ খানের শো রুম উদ্বোধন করেছি। সেখানে আমাকে বলতেছিল যে, জায়েদ খান তো নকল করে তোমাকে। সে তোমার ডিগবাজি নকল করে। তখন তাকে আমি বললাম যে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আগে আমি অনেক সিনেমায় ডিগবাজি দিতাম, সেটা নকল করতেই পারে সে।’

এছাড়া ডিবি কার্যালয়ে আসার কারণ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি ডিবি প্রধান হারুণ স্যারের কাছে এসেছিলাম। তাকে বলেছি, আপনারা প্রতিবারই বলেন, কিন্তু নির্বাচনে আমার সঙ্গে ঝামেলা হয়। তবে হারুন স্যার আমাকে আশ্বাস দিয়েছেন, এবার নির্বাচন করো আলম, এবার কোনো ঝামেলা হবে না। এ জন্য আমি বলতে চাই, এবারের নির্বাচন সুষ্ঠু হলে জোর গলায় বলব―নির্বাচনে পাস করব আমি।