ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪ | ২৪ ভাদ্র ১৪৩১
Logo
logo

ব্রিকসে যোগদানে অসম্মতি আর্জেন্টিনার


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ০২ ডিসেম্বর, ২০২৩, ০১:১২ পিএম

ব্রিকসে যোগদানে অসম্মতি আর্জেন্টিনার

ব্রিকসে যোগদানে অসম্মতি আর্জেন্টিনার

চলতি বছরের আগস্টেই নতুন সদস্য দেশ হিসেবে ব্রিকস ব্যাংকে যোগদানের আমন্ত্রণ পেয়েছিল আর্জেন্টিনা। তবে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাতে দেশটির হবু পররাষ্ট্রমন্ত্রী ডায়ানা মন্ডিনো জানান, আর্জেন্টিনার ব্রিকসে যোগদানের মত কোনো অবস্থান নেই । 

রয়টার্সের একটি প্রতিবেদনে জানা যায়, রাজধানী বুয়েনস আইরেসে সাংবাদিকদের সাথে কথা বলার সময় মন্ডিনো উদীয়মান অর্থনীতির দেশগুলোর এই জোটের গুরুত্ব নিয়েও সন্দেহ প্রকাশ করেন। যদিও এই জোটে আর্জেন্টিনার শীর্ষ দুই বাণিজ্যিক অংশীদার চীন এবং ব্রাজিলও সদস্য হিসেবে রয়েছে।

গত নভেম্বর মাসে আর্জেন্টিনার প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হন দেশটির ডানঘেঁষা গণতন্ত্রপন্থি নেতা ও মিডিয়া ব্যক্তিত্ব জাভিয়ের মিলে (৫৩)। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী ও দেশটির সাবেক অর্থমন্ত্রী সের্গিও মেসাকে ১২ শতাংশ ভোটের ব্যবধানে হারিয়ে জয়লাভ করেন।

নির্বাচনের পর মিলে বলেন যে, রাষ্ট্রীয় মতপার্থ্যকের কারণে তিনি ব্রাজিল, চীন ও রাশিয়ার সাথে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক গড়ে তুলতে চান না। তবে তিনি বেসরকারি সংস্থার ব্যবসায় বাধা দেবেন না।