ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪ | ২৪ ভাদ্র ১৪৩১
Logo
logo

সহিংস ইসরায়েলি সেটেলারদের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ০২ ডিসেম্বর, ২০২৩, ০১:১২ পিএম

সহিংস ইসরায়েলি সেটেলারদের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র

সহিংস ইসরায়েলি সেটেলারদের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র

মার্কিন পররাষ্ট্র দফতরের নাম প্রকাশে অনিচ্ছুক একজন সিনিয়র কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, পশ্চিম তীরে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংস কর্মকাণ্ড চালানোয় ইসরায়েলি চরমপন্থী সেটেলারদের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র।

প্রতিবেদনে বলা হয়, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হবে। বাইডেন প্রশাসন এ বিষয়ে ইসরাইলকে অবহিত করেছে বলে জানা যায়।

সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এ ব্যাপারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার যুদ্ধ মন্ত্রিসভার সাথে আলোচনা করেছেন।

বরাবরই মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিম তীরে হওয়া সহিংসতার বিরুদ্ধে। এমনকি গত মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ওয়াশিংটন পোস্টে সহিংসতাকারীদের বিরুদ্ধে একটি কলামও লিখেছেন।

বাইডেন বলেন, ‘আমি ইসরায়েলের নেতাদের বলেছি যে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে চরমপন্থী সহিংসতা বন্ধ করতে হবে এবং যারা সহিংসতা করছে তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে।’