ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪ | ২৪ ভাদ্র ১৪৩১
Logo
logo

ভেঙ্গে পড়ার আশঙ্কায় ইতালির ‘হেলানো টাওয়ার’


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ০২ ডিসেম্বর, ২০২৩, ১১:১২ পিএম

ভেঙ্গে পড়ার আশঙ্কায় ইতালির ‘হেলানো টাওয়ার’

ভেঙ্গে পড়ার আশঙ্কায় ইতালির ‘হেলানো টাওয়ার’

ইতালির পিসা শহরের ‘হেলানো টাওয়ার’-এর সমকক্ষ বোলোগনার মধ্যযুগের ‘গ্যারিসেন্ডা টাওয়ার’ ভেঙে পড়ার আশঙ্কায় সিল করে দেওয়া হয়েছে। 

বিবিসির প্রতিবেদনে জানা যায়, ক্ষতির আশঙ্কায় কর্তৃপক্ষ ১২ শতকের টাওয়ারটির চারপাশে ৫ মিটার (১৬ ফুট) উচু দেয়াল নির্মাণ শুরু করেছে। ইতোমধ্যেই ৪৭ মিটার (১৫৪ ফুট) টাওয়ারটি চার-ডিগ্রি কোণে হেলে পড়েছে।

বোলোগনা সিটি কাউন্সিল পরিস্থিতিকে "অত্যন্ত সংকটজনক" বলে দাবি করছে।

গ্যারিসেন্ডা টাওয়ার বোলোগনা শহরের অন্যতম সুউচ্চ ভবন। ঝুঁকে পড়া এই ভবনটি এতদিন সাধারণত পর্যটকদের জন্য উন্মুক্ত ছিলো।

জানা যায়, টাওয়ারের কাঠামোগুলি ১১০৯ থেকে ১১১৯ সালের মধ্যে নির্মিত হয়েছিল, যদিও ১৪শ শতাব্দীতে গ্যারিসেন্ডার ঝুকে পড়ার কারণে এর উচ্চতা হ্রাস পেতে শুরু করে। দান্তের কবিতা দ্য ডিভাইন কমেডিতে টাওয়ারটির উল্লেখ রয়েছে।

বর্তমানে একটি প্রকল্পের অধীনে এই বিখ্যাত টাওয়ারটির মেরামতের কাজ চলছে।