ঢাকা, বুধবার, এপ্রিল ২৩, ২০২৫ | ৯ বৈশাখ ১৪৩২
Logo
logo

গাজায় গণহত্যা বন্ধে ব্যবস্থা নিতে মানবাধিকার গ্রুপগুলোর আবেদন


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ০৩ ডিসেম্বর, ২০২৩, ০৩:১২ পিএম

গাজায় গণহত্যা বন্ধে ব্যবস্থা নিতে মানবাধিকার গ্রুপগুলোর আবেদন

গাজায় গণহত্যা বন্ধে ব্যবস্থা নিতে মানবাধিকার গ্রুপগুলোর আবেদন

ফিলিস্তিনি মানবাধিকার গ্রুপগুলো জাতিসংঘের গণহত্যা বিশেষজ্ঞদেরকে ইসরায়েলি গণহত্যার ব্যাপারে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে। জাতিসংঘকে লেখা এক চিঠিতে গ্রুপগুলো এ আহ্বান জানায়। 

মানবাধিকার গ্রুপগুলো তাদের চিঠিতে জানায়, গাজা উপত্যাকায় এখন গণহত্যা চালানো হচ্ছে। এ গণহত্যা রোধে বিশেষজ্ঞদের অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

জাতিসংঘের দুই জন বিশেষজ্ঞকে সম্বোধন করে এ চিঠি লেখা হয়েছে। তারা হলেন, গণহত্যা রোধ বিষয়ক জাতিসংঘের বিশেষ উপদেষ্টা এলিস ওয়াইরিমু এবং নিরাপত্তা প্রদান বিষয়ক বিশেষ উপদেষ্টা জর্জ ওকোথ-অব্বো।

চিঠিতে সরকারগুলোর আইনগত বাধ্যবাধকতা মেনে চলা এবং জরুরী ভিত্তিতে হস্তক্ষেপ করাসহ তাদের হাতে থাকা সব ব্যবস্থাগ্রহণ করার আহ্বান জানানো হয়েছে।

জেরুজালেমের ফিলিস্তিনিদের অধিকার বিষয়ক নাগরিক কোয়ালিশন(সিসিপিআরআই) ও ফিলিস্তিনি মানবাধিকার সংগঠনগুলোর কোয়ালিশন (পিএইচআরওসি)সহ ১৪টি ফিলিস্তিনি মানবাধিকার সংস্থা চিঠিতে স্বাক্ষর করেছে।

১৯৯০ দশকে ব্যাপক গণহত্যা ও নৃশংসতার বিষয় বিবেচনা করে তা রোধে ১৭০টিরও বেশি দেশ ন্যায়নীতি সুরক্ষার দায়িত্ব সম্পর্কিত আইন পালনের প্রতিশ্রুতি প্রদান করেন।