এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৩ ডিসেম্বর, ২০২৩, ০৩:১২ পিএম
গাজার সঙ্গে সংহতি, তুরস্কের ডাক্তারদের নিরব মিছিল
গাজায় চলমান ইসরায়েলি হামলা ও গণহত্যার শিকার ফিলিস্তিনি ডাক্তাদের প্রতি সংহতি প্রকাশ করে শনিবার তুরস্কের ডাক্তাররা এ কর্মসূচী পালন করেন। সূত্র: আল-জাজিরা
লাল হাতা বিশিষ্ট সাদা কোট পরে ডাক্তার ও মেডিকেল শিক্ষার্থীরা ইস্তাম্বুলে মিছিলে যে প্ল্যাকার্ড বহন করেন তাতে লেখা ছিল ‘ডাক্তাররা ফিলিস্তিনিদের সঙ্গে রয়েছে’।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ২০ নভেম্বর জানায়, ৭ অক্টোবর থেকে অধিকৃত ফিলিস্তিনি ভূখন্ডে হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রগুলোর ওপর ৩৩৫ বার হামলা হয়েছে।
এর মধ্যে গাজা উপত্যাকায় ১৬৪টি এবং পশ্চিমতীরে ১৭১ দফা হামলা চালানো হয়েছে এসব কেন্দ্রে।