এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৩ ডিসেম্বর, ২০২৩, ০৩:১২ পিএম
গাজার বিশ্ববিদ্যালয়ের প্রধান ও বিজ্ঞানী হত্যায় ক্ষোভ ও শোক
গাজা উপত্যাকার বিশিষ্ট ফিলিস্তিনি পদার্থ বিজ্ঞানী সুফিয়ান তাইয়েকে সপবিরারে হত্যার ঘটনায় ক্ষোভ ও শোক প্রকাশ করেছেন শিক্ষাবিদরা। ২০২১ সালে বিশ্বসেরা শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় স্থান পেয়েছিলেন সুফিয়ান তায়েহ।
গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের ইউনেস্কোর চেযার এলিস ফিপস বলেছেন, গাজায় ইসরায়েলি হামলায় ডক্টর তাইয়ের নিহত হওয়ার খবরে তিনি ক্ষুব্ধ ও মর্মাহত হয়েছেন।
ডুরহান বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ প্রফেসর নাবিল ইকবাল বলেছেন, এটা অসহনীয় ঘটনা। আমরা আর কখনো তার মতো আর কাউকে গড়ে তুলতে সক্ষম হবো না।
অবরুদ্ধ গাজার উত্তরাঞ্চলীয় আল-ফালুজা শরণার্থী শিবিরে ইসরায়েলের বিমান হামলায় সুফিয়ান তায়েহ নিহত হয়েছেন। ইসরায়েলি এই হামলায় তার পরিবারের অন্যান্য সদস্যও নিহত হয়েছেন। শনিবার ফিলিস্তনি উচ্চ শিক্ষাবিষয়ক মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে ।
ফিলিস্তিনের ইসলামিক ইউনিভার্সিটি অব গাজার প্রেসিডেন্ট ছিলেন বিজ্ঞানী ডক্টর সুফিয়ান তায়েহ। পদার্থবিদ্যা এবং ফলিত গণিতের শীর্ষস্থানীয় ফিলিস্তিনি গবেষক ছিলেন তিনি। তায়েহ।
বিজ্ঞানী সুফিয়ান তায়েহ ফিলিস্তিনে ইউনেস্কোর জ্যোতির্বিদ্যা, জ্যোতির্পদার্থবিদ্যা এবং মহাকাশ বিজ্ঞান শাখার চেয়ারপারসন ছিলেন।
শুক্রবার যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ না বাড়ার পর গাজা উপত্যকাজুড়ে প্রচণ্ড হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। নির্বিচার হামলায় দুই দিনে দুই শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন।