ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪ | ২৪ ভাদ্র ১৪৩১
Logo
logo

ভারতের বৃহত্তম নবায়নযোগ্য বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হচ্ছে


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ০৬ ডিসেম্বর, ২০২৩, ০১:১২ পিএম

ভারতের বৃহত্তম নবায়নযোগ্য বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হচ্ছে

ভারতের বৃহত্তম নবায়নযোগ্য বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হচ্ছে

গুজরাটের খাভদা অঞ্চলের লবণ মরুভূমি এলাকা ঘেষে গড়ে ওঠা এই নবায়নযোগ্য শক্তি কেন্দ্রটি বছরে ৩০ গিগাওয়াট বিদ্যুত উৎপাদন করবে । এর মাধ্যমে প্রায় ২ কোটি ভারতীয় বাড়ি বিদ্যুতায়িত হবে। 

এটি ভারতের ৫০০ গিগাওয়াট পরিচ্ছন্ন বিদ্যুৎ উৎপাদনের যাত্রায় একটি মাইলফলক। দেশটি বর্তমানে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পরে তৃতীয় বৃহত্তম গ্রীণ-হাউজ নির্গমনকারী।

বর্তমানে ভারত কয়লা থেকে দেশটির ৭০ শতাংশ বিদ্যুত উৎপন্ন করে। এপির গ্রাউন্ড রিপোর্ট অনুযায়ী, আনুমানিক ৪,০০০ শ্রমিক এবং ৫০০ প্রকৌশলী এই প্রকল্পটির জন্য কাজ করে যাচ্ছে।

২২৬ কোটি ডলার সমমূল্যের এ প্রকল্পটি ৭২৬ বর্গ কিলোমিটার (২৮০ বর্গ মাইল) এলাকা জুড়ে বিস্তৃত যা সিঙ্গাপুরের আয়তনের সমান। 

তবে পরিবেশবিদ আভি ভ্যানাকের মতে, পাওয়ার প্ল্যান্ট নির্মাণের এই সিদ্ধান্ত ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক’, কারণ লবণ মরুভূমি ফ্ল্যামিঙ্গো, ডেজার্ট ফক্স ও পরিযায়ী পাখির অভয়ারণ্য। এতে করে এসকল প্রাণীর স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হবে।

উল্লেখ্য, এই কেন্দ্রটি নির্মাণ করছে আদানি গ্রুপ।