ঢাকা, শুক্রবার, এপ্রিল ১৮, ২০২৫ | ৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

আসছে ঋতুপর্ণা-প্রসেনজিতের ৫০তম সিনেমা


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ০৭ ডিসেম্বর, ২০২৩, ০৫:১২ পিএম

আসছে ঋতুপর্ণা-প্রসেনজিতের ৫০তম সিনেমা

আসছে ঋতুপর্ণা-প্রসেনজিতের ৫০তম সিনেমা

পশ্চিমবঙ্গের সিনেমার ইতিহাসে এটাই প্রথম, যেখানে দুই সুপারস্টার জুটি বেঁধে করেছেন অর্ধশত সিনেমা। তারা হলেন ঋতুপর্ণা সেনগুপ্ত ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তাদের ৫০তম সিনেমার নাম ‘অযোগ্য’। যা নির্মাণ করছেন খ্যাতিমান পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। 

বুধবার (৬ ডিসেম্বর) প্রকাশ্যে এল সিনেমাটির প্রথম ঝলক। সিনেমাটির একটি পোস্টার সামাজিক মাধ্যম ফেসবুকে শেয়ার করে এসব তথ্য জানিয়েছেন অভিনেতা প্রসেনজিৎ। 

উত্তম-সুচিত্রা জুটির পরই ভারতীয় বাংলা সিনেমার দর্শকদের কাছে প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির স্থান। তাদের পঞ্চাশতম এ সিনেমার ঘোষণা আগেই হয়েছিল। এবার শেষ হয়েছে শুটিং।  

নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে এই জুটির সফর শুরু হয়। তাদের প্রথম সিনেমা সুপারহিট হওয়ার পর একে একে ‘মায়ার বাঁধন’, ‘বাবা কেন চাকর’, ‘স্বামীর ঘর’, ‘মনের মানুষ’র মতো সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন তারা। সূত্র: আনন্দবাজার

তবে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমার মুক্তির পর বহুদিন একসঙ্গে কাজ করেননি ঋতুপর্ণা আর প্রসেনজিৎ। কিন্তু দু’জনের জনপ্রিয়তায় বিন্দুমাত্র ভাটা পড়েনি। তার প্রমাণ ছিল নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ‘প্রাক্তন’। যা মুক্তি পায় ২০১৬ সালে। 

এই জুটিকে নিয়েই আবার কৌশিক গঙ্গোপাধ্যায় তৈরি করেছিলেন ‘দৃষ্টিকোণ’। আলাদা গল্প, আলাদা চরিত্র। কিন্তু প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির ম্যাজিক ছিল অক্ষুন্ন। তাতে আবার বাড়তি পাওনা ছিল কৌশিকের পরিচালনা। এই তিনে মিলে এবার দর্শকের সামনে নতুন গল্প নিয়ে আসছেন পরিচালক।