ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪ | ২৪ ভাদ্র ১৪৩১
Logo
logo

রাফাহ ক্রসিং নিশর্তভাবে খোলা রাখতে মিসরের প্রতি ইরানের আহ্বান


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ০৭ ডিসেম্বর, ২০২৩, ০৫:১২ পিএম

রাফাহ ক্রসিং নিশর্তভাবে খোলা রাখতে মিসরের প্রতি ইরানের আহ্বান

রাফাহ ক্রসিং নিশর্তভাবে খোলা রাখতে মিসরের প্রতি ইরানের আহ্বান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমীর-আব্দুল্লাহিয়ান বুধবার গাজা উপত্যাকার বাসিন্দাদের জন্য এ ক্রসিং খোলার রাখার জন্য  মিসরের প্রতি এ আহ্বান জানান। 

এক্সএ দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, খাবার, ওষুধ, জ্বালানি সমগ্র গাজা উপত্যাকায় পৌঁছানোর জন্য তিনি মিসরের সর্বোচ্চ কর্তৃপক্ষ এ ক্রসিং খোলা রাখবেন বলে তিনি আন্তরিকভাবে আশা করছেন। 

ইরানের পররাষ্ট্রমন্ত্রী লিখেছেন, পানি, ওষুধ ও খাবার হীন গাজার শিশু ও নারীরা এখন রাফাহ ক্রসিং এবং এ ব্যাপারে মিসরের চূড়ান্ত ব্যবস্থা গ্রহণের দকে তাকিয়ে আছেন।

৭ অক্টোবর থেকে চলমান ইসরায়েলি হামলায় গাজায় অন্তত ১৬ হাজার ২৪৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪৩ হাজার ৬১৬ জন। এর আগে ওইদিন ভোরে ইসরায়েলে হামাসের আক্রমনে নিহত হয় ১২০০ জন।