এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৮ ডিসেম্বর, ২০২৩, ০৪:১২ পিএম
থাইল্যান্ডে শুরু ইউটিএমবি আল্ট্রা ট্রেইল দৌড়, বাংলাদেশের ইমামুর দৌড়াবেন শনিবার
শুক্রবার থেকে থাইল্যান্ডে শুরু হয়েছে ইউটিএমবি সাইটিফাইড এশিয়া মেজর ইভেন্ট-২০২৩। এই ইভেন্টে বাংলাদেশের হয়ে আল্ট্রা টেইলে অংশ নিচ্ছেন ইমামুর রহমান। ৮ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত থাইল্যান্ডের চিয়াংমাইতে দৌড় নিয়ে বিশ্বের অন্যতম বড় এই ইভেন্টটি অনুষ্ঠিত হবে। সেখানে প্রায় ৮০টি দেশের ইউটিএমবি সাটিফায়েড দৌড়বিদরা অংশ নেবেন। আর বাংলাদেশের হয়ে একমাত্র প্রতিযোগি ইমামুর রহমান অংশ নিচ্ছেন।
ইমাম জানান, আল্ট্রা ট্রেইলারের যে ধাপে তিনি অংশ নেবেন সেটি অনুষ্ঠিত হবে ৯ ডিসেম্বর। রেসের ভেন্যু হলো রয়্যালপার্ক রাজাপ্রুয়েক। তাকে পাহাড়ি উঁচু-নিচু আর ঝোপঝাড়ের রাস্তা দিয়ে দৌঁড়াতে হবে ১০০ কিলোমিটার পথ। অতিক্রম করতে হবে চিয়াং মাইয়ের ওয়াট ফ্রা দ্যাট দোইখাম মন্দির, ভুবিং প্যালেস, খুন চ্যাং খিয়ান, হুয়ে তুয়েং থাও জলাধার, মায়ে সা এলিফ্যান্টক্যাম্প, দোই পুই সামিট, দোই ফা ক্লং, হমংগ্রাম, ওয়াটফ্রা দ্যাট দোই সুথেপমন্দির।
তরুণ এই দৌঁড়বিদ বলেন, এই ইভেন্টে অংশ নিতে গত সাত মাস ধরে নিজেকে শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুত করেছি। কীভাবে করেছি সেটা অল্প কথায় বলে বুঝাতে পারবো না। আশা তো আছে আমার টার্গেট অ্যাচিভ করতে পারবো। এখন বাকিটা উপরওয়ালার হাতে।