ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ১০, ২০২৫ | ২৬ চৈত্র ১৪৩১
Logo
logo

বঙ্গভবনে শাকিব খান, সঙ্গে মার্কিন নায়িকা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১১ ডিসেম্বর, ২০২৩, ০৯:১২ পিএম

বঙ্গভবনে শাকিব খান, সঙ্গে মার্কিন নায়িকা

 বঙ্গভবনে শাকিব খান, সঙ্গে মার্কিন নায়িকা

ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের পরের সিনেমা রাজকুমার। এতে তিনি জুটি বাঁধবেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফির সঙ্গে। এ উদ্দেশ্যে শনিবার (৯ ডিসেম্বর) ঢাকায় এসেছেন কোর্টনি। ১০ ডিসেম্বর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের জন্মদিন উপলক্ষ্যে সেই দিনটিকেই এ সিনেমার শুটিং শুরুর দিন হিসেবে ধার্য করা হয়। এই সিনেমাটি প্রযোজনা করছেনে রাষ্ট্রপতির ছেলে আরশাদ আদনান।

এর আগে তিনি জানিয়েছিলেন, ১০ ডিসেম্বর থেকে পাবনায় ছবিটির শুটিং শুরু হবে। তিনি বলেছিলেন, ‘এদিন আমার বাবা মহামান্য রাষ্ট্রপতির জন্মদিন। তার প্রতি সম্মান জানিয়ে এই দিনটিকেই আমরা শুটিং শুরুর দিন হিসেবে নির্ধারণ করেছি।’

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের জন্মদিন উপলক্ষ্যে বঙ্গভবনে গিয়েছিলেন শাকিব খান ও কোর্টনি কফি। বিষয়টি জানিয়ে ছবিটির পরিচালক হিমেল আশরাফ বলেন, প্রেসিডেন্টের জন্মদিন উপলক্ষ্যে বঙ্গভবনে শাকিব ও কোর্টনিকে আমন্ত্রণ করা হয়েছিল। সেখানেই তাদের ক্যামেরাবন্দি করা হয়।

সেই আয়োজনের একটি স্থিরচিত্রটি ফেসবুকে পোস্ট দিয়ে শাকিব খান লিখেছেন, ‘রাজকুমার আসছে’। ছবিটি কোর্টনি কফিও তার নিজেও ওয়ালে শেয়ার করেছেন।

জানা গেছে, মঙ্গলবার (১২ ডিসেম্বর) ঢাকায় শুরু হচ্ছে ‘রাজকুমার’ ছবির শুটিং। আগামী বছর রোজার ঈদে চলচ্চিত্রটি মুক্তি দেওয়ার কথা ভাবা হচ্ছে।

বঙ্গভবনে প্রেসিডেন্টের জন্মদিন উপলক্ষ্যে আরশাদ আদনান, হিমেল আশরাফসহ আরও উপস্থিত ছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী, কলকাতার নায়িকা ইধিকা পাল, কণ্ঠশিল্পী কোনাল প্রমুখ।

এর আগে, ‘রাজকুমার’ চলচ্চিত্রের মহরত অনুষ্ঠানে কোর্টনি বলেছিলেন, ‘এ কাজের সঙ্গে যুক্ত হতে পেরে আমি কৃতজ্ঞ। খুব সুন্দর একটি গল্পে সিনেমাটি হতে যাচ্ছে। শাকিব খানের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি ভাগ্যবান মনে করছি।’ সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি