ঢাকা, বুধবার, এপ্রিল ২৩, ২০২৫ | ৯ বৈশাখ ১৪৩২
Logo
logo

গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ১৮২০০


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১২ ডিসেম্বর, ২০২৩, ১১:১২ এএম

গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ১৮২০০

 গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ১৮২০০

 অবরুদ্ধ গাজাজুড়ে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের  সেনারা মরিয়া হয়ে নির্বিচার বর্বর হামলা অব্যাহত রয়েছে। এতে প্রতিনিয়ত হতাহতের সংখ্যা বাড়ছে। আহত হয়েছেন অন্তত ৪৯৬৪৫ জন। সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় একথা জানায়।

মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা বলেন, ইসরায়েলি বোমা হামলার কারণে গাজার ২২টি হাসপাতাল ও ৪৬টি প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা কেন্দ্র তাদের কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। আল-কুদরা বলেন যে, ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজার অন্তত ২৯৬ জন  ডাক্তার-নার্স-স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। ওই দিন থেকে ইসরায়েলি বাহিনী প্রথমে অবিরাম বিমান হামলা চালায়। এরপর তার সঙ্গে যোগ হয় সর্বাত্মক স্থল হামলা।

৭ অক্টোবর ভোরে গাজায় ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা সীমানা পার হয়ে ইসরায়েলে অভিযান চালায়। এতে ১২০০ ইসরায়েলি নিহত ও ২৪২ জন জিম্মি হিসেবে আটক হয়। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি