ঢাকা, বুধবার, এপ্রিল ২৩, ২০২৫ | ৯ বৈশাখ ১৪৩২
Logo
logo

ইসরায়েলের গোলার আঘাতে লেবাননের মেয়র নিহত


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১২ ডিসেম্বর, ২০২৩, ০৪:১২ পিএম

ইসরায়েলের গোলার আঘাতে লেবাননের মেয়র নিহত

 ইসরায়েলের গোলার আঘাতে লেবাননের মেয়র নিহত

লেবাননের নিহত মেয়রের নাম হুসেইন মনসুর। ইসরায়েলি গোলার আঘাতে সোমবার (১১ ডিসেম্বর) নিজের বাড়িতে তিনি নিহত হারান। তিনি ইসরায়েল সীমান্তবর্তী লেবানিজ একটি গ্রামের মেয়র ছিলেন। নিহত ওই মেয়রের একজন আত্মীয়ের বরাত দিয়ে লেবাননের জাতীয় সংবাদ সংস্থা মঙ্গলবার (১২ ডিসেম্বর) এ খবর জানায়।

নিহত মেয়রের আত্মীয় মোহাম্মদ মনসুর বলেছেন, ইসরায়েলের সীমান্ত থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত তাইবেহ গ্রামে নিজের বাড়িতে ইসরায়েলি গোলার আঘাতে হুসেইন মনসুর নিহত হন। গোলাটি সরাসরি তাকে আঘাত করে। তবে  সেটি বিস্ফোরিত হয়নি। ইসরায়েলি সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে কোনও মন্তব্য করেনি।

রোববার থেকে ইসরায়েল-লেবানন সীমান্তে সংঘাতের মাত্রা বেশ বৃদ্ধি পেয়েছে। ইরান-সমর্থিত শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের বিভিন্ন অবস্থানে বিস্ফোরক ড্রোন এবং শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। অপরদিকে দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি শহর ও গ্রামে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েলি যুদ্ধবিমান।

রোববার হিজবুল্লাহর একজন কর্মকর্তা বলেন, ইসরায়েল লেবাননে তাদের ওপর হামলা বাড়িয়েছে। পরে ইসরায়েল সরকারের একজন মুখপাত্র উত্তেজনা ও আগ্রাসন বাড়ানোর জন্য হিজবুল্লাহকে দোষারোপ করেন।

ইসরায়েল সরকারের মুখপাত্র আইলন লেভি বলেছেন, ‘আমরা যেকোনও আগ্রাসনের দৃঢ় জবাব দেব এবং আমরা আবারও বলছি- ইসরায়েল একসঙ্গে দুটি ফ্রন্টে যুদ্ধে আগ্রহী নয়। কিন্তু হিজবুল্লাহ যদি ইসরায়েলকে পূর্ণ মাত্রার যুদ্ধে টেনে নেওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে হিজবুল্লাহ এবং লেবানন রাষ্ট্রের জন্য এর পরিণতি হবে ভয়াবহ।’ সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি