এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৩ ডিসেম্বর, ২০২৩, ০৯:১২ পিএম
হামাস-ইসরায়েল যুদ্ধের ‘নতুন ফ্রন্ট’ সাইবার হামলা
ইসরায়েলে সাইবার হামলা ব্যাপকভাবে বেড়েছে। ইসরায়েলের সাইবার নিরাপত্তা সংস্থাগুলো বলছে, ইসরায়েলে গত দুই মাসে ব্যক্তিগত তথ্য ফাঁসের দুই হাজারের বেশি ঘটনা ঘটেছে, যা স্বাভাবিক প্রবণতার ১০ গুণ। বলা হচ্ছে, ইসরায়েলের ইতিহাসে এটাই সবচেয়ে বড় সাইবার হামলা।
ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে যারা সাইবার হামলা চালাচ্ছে তারা ইসরায়েলিদের কিছু নির্দিষ্ট প্রতিষ্ঠান বা সংস্থাকে টার্গেট করছে না বরং তারা গাজা পরিস্থিতির প্রতিশোধ নিতে চাচ্ছে। এর মধ্যেই ইসরায়েলের রেলওয়ে নেটওয়ার্ক, পানি বিশুদ্ধিকরণ ও বিতরণ কেন্দ্র, গণমাধ্যম এবং গোয়েন্দা ও সামরিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন সেক্টরে সাইবার হামলা হয়েছে।
আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরায়েলের আরো ১০ সেনা নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন লেফটেন্যান্ট কর্নেল, চারজন মেজর এবং একজন ক্যাপ্টেন রয়েছেন। দুইজন আছে সার্জেন্ট পদমর্যাদার। নিহত দুই জন মেজর ইসরায়েলের স্পেশাল রেসকিউ ট্যাক্টিক্যাল ইউনিটের সদস্য।
মঙ্গলবার ইসরায়েলি সামরিক বাহিনীর তথ্যের বরাত দিয়ে জাতিসংঘ বলেছে, গাজায় যুদ্ধ করতে গিয়ে ১০৫ জন ইসরায়েলি সেনা নিহত ও ৬০০ আহত হয়েছে। তবে নিহত ১০৫ জনের ভেতরে এই আটজনকে যোগ করা হয়েছে কিনা তা নিশ্চিত নয়।
গাজায় ইসরায়েলি সেনাদের হতাহতের ব্যাপারে সরকার অথবা সেখানকার সামরিক বাহিনী কখনো সঠিক সংখ্যা প্রকাশ করে না। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি