ঢাকা, বুধবার, এপ্রিল ২৩, ২০২৫ | ১০ বৈশাখ ১৪৩২
Logo
logo

গাজায় যখন সেনারা মরছে তখনও মিথ্যাচার করছেন নেতানিয়াহু: বিরোধী নেতা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৪ ডিসেম্বর, ২০২৩, ০১:১২ পিএম

গাজায় যখন সেনারা মরছে তখনও মিথ্যাচার করছেন নেতানিয়াহু: বিরোধী নেতা

গাজায় যখন সেনারা মরছে তখনও মিথ্যাচার করছেন নেতানিয়াহু: বিরোধী নেতা

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নির্মূলের লক্ষ্য নিয়ে অবরুদ্ধ গাজা উপত্যাকায় ৬৯ দিন ধরে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। জবাবে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে পাল্টা প্রতিরোধ লড়াই চালিয়ে যাচ্ছে হামাস ও অন্যান্য স্বাধীনতাকামী গ্রুপের যোদ্ধারা। তাদের হামলায় প্রতিদিনই প্রাণ হারাচ্ছে ইসরায়েলি সেনারা। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কঠোর সমালোচনা করেছেন  দেশটির বিরোধী দলের নেতা ইয়ার লাপিদ। 

এ নেতা বলেছেন, গাজায় একের পর এক  ইসরায়েলি সেনা প্রাণ হারালেও  সেখানকার পরিস্থিতির ব্যাপারে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অবিরাম মিথ্যাচার চালিয়ে যাচ্ছেন । গাজা উপত্যকায় ইসরায়েলি সৈন্যদের হত্যার শিকার হওয়ার সময়ও অবিরাম মিথ্যাচার করা এবং দায়িত্ব এড়ানোর জন্য  নেতানিয়াহুকে অভিযুক্ত করেছেন লাপিদ।

বুধবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে ইয়ার লাপিদ বলেছেন, ‘ নেতানিয়াহু তার সারা জীবন যা করেছেন, এখনও তাই করছেন। আর সেটি হচ্ছে- উসকানি, মিথ্যাচার এবং (মানুষের মাঝে) ঘৃণা-বিদ্বেষ ছড়ানো ।’ তিনি আরও বলেন, ‘একটি তিক্ত যুদ্ধের মধ্যে গাজায় যখন (ইসরায়েলি) সৈন্যরা প্রতিদিন নিহত হচ্ছে তখনও তিনি এমনটি করে যাচ্ছেন।’

লাপিদ আরও বলেছেন, ‘গাজায় ইসরায়েলি সৈন্যরা যখন নিহত হচ্ছেন তখন নেতানিয়াহু আবারও যুক্তরাষ্ট্রের সাথে, আমার সাথে এবং (যুদ্ধকালীন মন্ত্রিসভার মন্ত্রী) বেনি গ্যান্টাস এবং গাদি আইসেনকোটের সাথে বিরোধ সৃষ্টি করছেন।’

মূলত গাজায় চলমান যুদ্ধের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে নেতানিয়াহুর মতবিরোধের সৃষ্টি হয়েছে। বাইডেন বলেছেন, গাজায় নির্বিচারে বোমা হামলা চালিয়ে বিশ্বব্যাপী সমর্থন হারাচ্ছে ইসরায়েল। মার্কিন ডেমোক্রেটিক এই প্রেসিডেন্টের মন্তব্যকে ইসরায়েলের নেতৃত্বের বিরুদ্ধে এখনও পর্যন্ত তার সবচেয়ে কঠোর সমালোচনা বলে মনে করা হচ্ছে।

এছাড়া বিভিন্ন ইস্যুতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে মতভেদ রয়েছে বলে স্বীকার করেছেন প্রেসিডেন্ট বাইডেন। দ্বিপাক্ষিক সম্পর্কে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেসব মতভেদ দূর হয়নি বলে উল্লেখ করেছেন তিনি। তবে কোন কোন ইস্যুতে নেতানিয়াহুর সঙ্গে তার মতভেদ রয়েছে তা খোলাসা করেননি প্রেসিডেন্ট বাইডেন।

উল্লেখ্য, হামাস যোদ্ধাদের সঙ্গে তুমুল লড়াইয়ে বুধবার ইসরায়েলি সামরিক বাহিনীর আরও ১০ সেনা নিহত হয়েছে। নিহত এই সেনাদের ৫ জন কর্মকর্তা এবং ৫ জন জওয়ান। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি