ঢাকা, শনিবার, মার্চ ১৫, ২০২৫ | ১ চৈত্র ১৪৩১
Logo
logo

চড়া দামে বিক্রি হলো মেসির বিশ্বকাপ জার্সি


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৫ ডিসেম্বর, ২০২৩, ০৪:১২ পিএম

চড়া দামে বিক্রি হলো মেসির বিশ্বকাপ জার্সি

চড়া দামে বিক্রি হলো মেসির বিশ্বকাপ জার্সি

কাতার বিশ্বকাপে ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে স্বপ্নের সোনালি শিরোপা ছুঁয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। কাতার বিশ্বকাপে খেলা মেসির ছয়টি জার্সি সম্প্রতি নিলামে উঠানো হয়। নিলামে সেগুলো ৭৮ লাখ ডলারে (বাংলাদেশি মুদ্রায় ৮৫ কোটি ৩৭ লাখ টাকা) বিক্রি হয়েছে।

প্রত্যাশা অনুযায়ী জার্সিগুলো চড়া দামে বিক্রি হলেও তা ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ ম্যাচে পরা জার্সিকে ছাড়িয়ে যেতে পারেনি। ২০২২ সালে ৯২ লাখ ডলারে ম্যারাডোনার সে জার্সিটি বিক্রি হয়েছিল।
নিলামে মেসির যে ৬টি জার্সি তোলা হয়, সেগুলো মেসি বিশ্বকাপ ফাইনালের প্রথমার্ধে, সেমিফাইনালে, কোয়ার্টার ফাইনালে, শেষ ষোলো এবং গ্রুপ পর্বের দুটি ম্যাচে পরেছেন।

গত মাসে মেসির জার্সিগুলো নিলামে তোলার খবরটি সামনে আসে। সোথেবি প্রত্যাশা করেছিল, মেসির ছয়টি জার্সির মূল্য এক কোটি ডলারে বিক্রি হতে পারে। তবে তাদের প্রত্যাশিত দামে জার্সি ছয়টি বিক্রি হয়নি।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি