ঢাকা, শনিবার, মার্চ ১৫, ২০২৫ | ১ চৈত্র ১৪৩১
Logo
logo

৯ বছর পর স্বাধীনতা কাপ ফুটবলের ফাইনালে ঢাকা মোহামেডান


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৫ ডিসেম্বর, ২০২৩, ১১:১২ পিএম

৯ বছর পর স্বাধীনতা কাপ ফুটবলের ফাইনালে ঢাকা মোহামেডান

৯ বছর পর স্বাধীনতা কাপ ফুটবলের ফাইনালে ঢাকা মোহামেডান

মোহামেডান জিতেছে, তবে আক্রমণে পিছিয়ে ছিলো না রহমতগঞ্জ। দুই দলই প্রতিপক্ষের রক্ষণ দুর্গে আক্রমণ শানিয়েছে। ভাগ্য সহায় হয়নি রহমতগঞ্জের। শেষ ভালোর কাজটি করে নিলো ঢাকা মোহামেডান। উজবেকিস্তানের মিডফিল্ডার মুজাফফরভের দারুণ এক ফ্রি কিকে রহমতগঞ্জকে ১-০ গোলে হারিয়ে স্বাধীনতা কাপ ফুটবলের ফাইনালে উঠেছে তারা। ২০১৪ সালের পর এবারই ঐতিহ্যবাহী দলটি ফাইনালে পৌঁছালো। 

এদিকে বাংলাট্রিবিউন জানায়, শুক্রবার গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে প্রথমার্ধে মোহামেডানের সঙ্গে সমানতালে লড়াই করার চেষ্টা করেছে রহমতগঞ্জ। তবে গোলের কয়েকটি সুযোগ পেয়েছে সাদা-কালোরাই বেশি। সেই সুযোগ থেকে ইমানুয়েল সানডে কিংবা দিয়াবাতের কেউই দলকে এগিয়ে নিতে পারেননি। অন্যদিকে হেড কোচ ছাড়া খেলতে নামা রহমতগঞ্জের রাকিবের শট বাঁচিয়েছেন মোহাম্মদ নাইম।

ম্যাচ ঘড়ির ৪০ মিনিটে আরিফ হোসেনের ডান প্রান্তের ক্রসে দিয়াবাতের হেড পোস্টের পাশ দিয়ে যায়। এটাই ছিল সবচেয়ে ভালো সুযোগ।

বলতে গেলে, বিরতির পর আলফাজ আহমেদের দলের একচেটিয়া দাপট। তবে দলের বড় তারকা দিয়াবাতে ছিলেন নিজের ছায়া হয়েই।

৫৬ মিনিটে জাফর ইকবালের ক্রসে ফাঁকায় থেকে দিয়াবাতের লাফিয়ে উঠা হেড লক্ষ্যভ্রষ্ট হয়। ৭২ মিনিটে মোহামেডান এগিয়ে যায়। বক্সের কিছুটা বাইরে ফ্রি কিক পায় সাদা-কালোরা। যথারীতি মুজাফফরভ ফ্রি কিক নিতে এসে দারুণ এক নিচু শটে জাল কাঁপাতে সময় নেননি। গোলকিপার মোহাম্মদ নাইম বলের লাইনে ঝাঁপালেও কিছুই করতে পারেননি।

৮৫ মিনিটে ব্যবধান বাড়তে পারতো। মোহাম্মদ রকির ক্রসে দিয়াবাতে বল রিসিভ করে দেখেশুনে লক্ষ্যে শট নিতে পারেননি। বক্সের ভেতরে থেকে ফাঁকায় তার নেওয়া শট পোস্টের অল্প দূর দিয়ে যায়। শেষ দিকে রহমতগঞ্জ সুযোগ পেয়েও সমতায় ফিরতে পারেনি।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি