ঢাকা, শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ | ৮ অগ্রহায়ণ ১৪৩১
Logo
logo

৪৪ হলে কলকাতার ‘মানুষ’


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৫ ডিসেম্বর, ২০২৩, ১১:১২ পিএম

৪৪ হলে কলকাতার ‘মানুষ’

৪৪ হলে কলকাতার ‘মানুষ’

দেশের ৪৪ হলে শুক্রবার (১৫ ডিসেম্বর) মুক্তি পেল বাংলাদেশের নির্মাতা সঞ্জয় সমদ্দার পরিচালিত ভারতীয় বাংলা সিনেমা ‘মানুষ’। এ সিনেমায় কলকাতার চিত্রনায়ক জিতের বিপরীতে অভিনয় করেছেন বাংলাদেশের বিদ্যা সিনহা মিম।

সিনেমাটি ভারতে মুক্তি পায় চলতি বছরের ২৪ নভেম্বর। ভারতের সঙ্গে একই দিনে মুক্তির কথা থাকলেও তা পিছিয়ে যায়। অবশেষে গেল বুধবার বাংলাদেশে বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পায় সিনেমাটি।

জিতের ‘জিৎ ফিল্মস অ্যান্ড গ্রাসরুট এন্টারটেইনমেন্ট’ প্রযোজিত এ সিনেমাটি আমদানি করেছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। গেল সপ্তাহেই সিনেমাটির জন্য তথ্য মন্ত্রণালয়ের অনুমতি পান বলে জানিয়েছেন পরিবেশক প্রতিষ্ঠানটির কর্ণধার অনন্য মামুন।

অপরাধমূলক কাহিনী নিয়ে তৈরি হয়েছে ‘মানুষ’ চলচ্চিত্র। কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের পাশাপাশি সিনেমাটি প্রযোজনা করেছেন জিৎ। তিনি ও বিদ্যা সিনহা মিম ছাড়াও এতে আরও অভিনয় করেছেন জিতু কমল, সুস্মিতা প্রমুখ।

সিনেমাটির মুক্তি প্রসঙ্গে নির্মাতা সঞ্জয় সমদ্দার বলেন, ‘ভারতের পর বাংলাদেশেও ‘মানুষ’ মুক্তি পেয়েছে। আপনারা সবসময় আমাকে ভালোবাসা দিয়েছেন, বড় পর্দায় দেখে বলবেন কেমন লাগলো।’

উল্লেখ্য, ২০২২ সালের ১৬ ডিসেম্বর চলচ্চিত্রটির শুটিং শুরু হয়। কলকাতা, পুরুলিয়া ও থাইল্যান্ডের বিভিন্ন জায়গায় এর শুটিং হয়েছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি