ঢাকা, শনিবার, মার্চ ১৫, ২০২৫ | ৩০ ফাল্গুন ১৪৩১
Logo
logo

পুলিশ হেডকোয়ার্টার্সে চালু হলো স্যুভেনির শপ


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ০৮ জুন, ২০২২, ০৫:০৬ পিএম

পুলিশ হেডকোয়ার্টার্সে চালু হলো স্যুভেনির শপ

পুলিশ হেডকোয়ার্টার্সে চালু হলো স্যুভেনির শপ

প্রথমবারের মতো পুলিশ হেডকোয়ার্টার্সে চালু হলো স্যুভেনির শপ। আইজিপি ড. বেনজীর আহমেদ বুধবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের ন্যাশনাল ক্রাইম কন্ট্রোল অ্যান্ড অপারেশন মনিটরিং সেন্টার (এনসিকম) ভবনের নিচতলায় আনুষ্ঠানিকভাবে ফলক উন্মোচন করে স্যুভেনির শপ উদ্বোধন করেন। 

এরপর আইজিপি স্যুভেনির শপ ঘুরে দেখেন। তিনি বিভিন্ন ধরনের স্যুভেনির সামগ্রীর গুণগতমান বজায় রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন। 
পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজি এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। 

স্যুভেনির শপে বাংলাদেশ পুলিশের লোগো সম্বলিত বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী রয়েছে। পুলিশ হেডকোয়ার্টার্সে আগত অতিথি ও দর্শনার্থীরা এ শপ থেকে তাদের পছন্দের স্যুভেনির সামগ্রী ক্রয় করতে পারবেন।