ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

খোঁজ মিললো রুশ বিরোধী নাভালনির


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৬ ডিসেম্বর, ২০২৩, ১০:১২ পিএম

খোঁজ মিললো রুশ বিরোধী নাভালনির

খোঁজ মিললো রুশ বিরোধী নাভালনির

শুক্রবার পুতিন বিরোধী নেতা আলেক্সি নাভালনিকে নিয়ে মুখ খুললো দেশটির কর্তৃপক্ষ। রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায় তাকে ভ্লাদিমির অঞ্চলের আইকে-৬ কারাগার থেকে দেশের অন্য প্রান্তের একটি কারাগারে স্থানান্তর করা হয়েছে।

তবে এখন পর্যন্ত কোন কারাগারে নাভালনিকে পাঠানো হয়েছে তা নিয়ে কোনো নিশ্চিত তথ্য জানায়নি দেশটির কর্তৃপক্ষ। গত আগস্টে এক ফৌজদারি মামলায় তাকে আরও ১৯ বছরের 
কারাদণ্ড দেয় রুশ আদালত। তার আগে বিগত সাড়ে ১১ বছর ধরে মস্কো থেকে ২৩৫ কিলোমিটার পূর্বে আইকে-৬ কারাগারে সাজা খাটছিলেন তিনি।

তবে নাভালনির আইনজীবি ও সহযোগীদের ধারণা তাকে রাশিয়ার সবচেয়ে কঠোর কারা ব্যবস্থা ‘রিজিম কলোনি’তে সরিয়ে নেওয়া হতে পারে। উল্লেখ্য, রাশিয়ায় এ ধরনের ৩০টি কারাগার রয়েছে। 

সোটা ডট ভিশন নামে রাশিয়ার একটি অনলাইন গণমাধ্যমের সংবাদ অনুযায়ী, শুক্রবার আদালতে নাভালনিকে ভ্লাদিমির অঞ্চলের বাইরে অবস্থিত একটি সংশোধনী কেন্দ্রে পাঠনোর রায় দেয়া হয়। আইনানুযায়ী সেখানে পৌছালে তা জানানো হবে।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি