এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৭ ডিসেম্বর, ২০২৩, ১০:১২ পিএম
আনাদোলুর সাংবাদিকের উপর হামলার নিন্দা জানালো ইসরায়েলের সাংবাদিক ইউনিয়ন
শনিবার (১৬ ডিসেম্বর) পূর্ব জেরুজালেমে দায়িত্ব পালনকালে ইসরায়েলি বাহিনীর দ্বারা লাঞ্ছিত ফটোসাংবাদিক মুস্তাফা আলখারউফের পক্ষে সমর্থন প্রকাশ করে বিবৃতি প্রদান করে সংগঠনটি।
আনাদোলুর প্রতিবেদন থেকে জানা যায়, শুক্রবার (১৫ ডিসেম্বর) আলখারউফের উপর হামলা চালায় ইসরায়েলি পুলিশ। আল-আকসা মসজিদের কাছে আইডিএফ-এর নিষেধাজ্ঞা উপেক্ষা করে ট জুম্মার নামাজ অনুষ্ঠিত হবার সময় আলখারউফকে অস্ত্র তাক করে কিছু পুলিশ সদস্য, তারপর তাকে ক্রমাগত ধাক্কা ও লাথি দেয় তারা। এর কারণে আলখারউফের মুখ ও শরীরের বিভিন্ন অংশ গুরুতর আহত হয়। আলখারউফের সাথে থাকা ক্যামেরাম্যান ফয়েজ আবু রুমাইলার ওপরও ইসরায়েলি পুলিশ হামলা চালায়। ঘটনার পর আলখারউফকে অ্যাম্বুলেন্স যোগে মাকাসেদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এ হামলার প্রতিবাদে ইসরায়েলের সাংবাদিক ইউনিয়ন বলে, এটি ৭ অক্টোবর থেকে আরব সাংবাদিকদের বিরুদ্ধে ৩৭তম আক্রমণ। আরব সাংবাদিকদের বিরুদ্ধে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর বেশিরভাগ হামলা সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধা দিচ্ছে।
ইসরায়েলি সেনাবাহিনীকে অবিলম্বে ঘটনার তদন্ত ও তা শেষ না হওয়া পর্যন্ত পুলিশ কর্মকর্তাদের বরখাস্ত করার আহ্বান জানিয়েছে সংগঠনটি। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি