এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৮ ডিসেম্বর, ২০২৩, ১২:১২ পিএম
নতুনভাবে ভারত-চীনে করোনার প্রভাব, ভারতে একদিনে মৃত্যু ৫
বিভিন্ন দেশে করোনা নতুন করে মাথাচড়া দিতে শুরু করেছে, যা নিয়ে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। ইতোমধ্যে সংস্থাটি বিভিন্ন দেশকে এ বিষয়ে বাড়তি সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। বিশ্বজুড়ে বিজ্ঞানীরা করোনাভাইরাসের নতুন একটি ধরণ নিয়ে শঙ্কিত যা আগের সব ভ্যারিয়েন্টের চেয়ে সবচেয়ে বেশি সংক্রামক হয়ে উঠতে পারে। কোভিড-১৯ এর নতুন এই ধরণ জেএন.১ সম্প্রতি চীনের কয়েক জায়গাসহ ভারতের কেরালায় শনাক্ত হয়েছে। এছাড়া ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৩৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এবং করোনায় মারা গেছে পাঁচ জন। একইসঙ্গে দেশটিতে করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,৭০১ জনে।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, রোববার যে পাঁচজন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন, তাদের চার জনই কেরালা বাসিন্দা। বাকি একজন উত্তরপ্রদেশের।
করোনার নতুন এ উপধরণ জেএন.১ গত সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রে প্রথম পাওয়া যায়। তারপর এটি বেশ কয়েকজন রোগীর শরীরে পাওয়া যায়। সম্প্রতি চীনেও জেএন.১ চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সাতজনের শরীরে মিলেছে ওই ভাইরাস।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তা মারিয়া ভান কেরকোভে বলেছেন, কেন এসময় হঠাৎ আবার করোনা মাথাচড়া দিয়ে উঠতে শুরু করেছে। কীভাবে তা ঠেকানো যায় তা আমাদের বের করে সমাধান করতে হবে। এ মুহূর্তে যত করোনা আক্রান্ত রোগী আছেন, তাদের ৬৮ শতাংশের দেহে রয়েছে এক্সবিবি উপধরণ। বাকি রোগীর দেহে ঘুরছে জেএন.১। শীতে এ রোগের দাপট আরও বাড়তে পারে।
বিশেষজ্ঞ চিকিৎসকেরা জানিয়েছে , এবার জ্বর, সর্দি, গলা ব্যথা, মাথাব্যথা এবং কিছু পরিস্থিতিতে গ্যাস্ট্রোইনটেস্টাইনাল (পাতলা পায়খানাসহ বমি) সমস্যা রোগীদের মধ্যে উপসর্গ হিসেবে দেখা যেতে পারে। চিকিৎসকরা আরও জানিয়েছেন, বেশিরভাগ রোগী হালকা শ্বাসযন্ত্রের উপসর্গগুলো অনুভব করতে পারে, যা হয়তো সচেতনতায় চার থেকে পাঁচ দিনের মধ্যে সেরে যাবে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি