ঢাকা, বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫ | ২৮ ফাল্গুন ১৪৩১
Logo
logo

বিশ্ব ইউক্রেনের সঙ্গে আছে, বললেন ব্রিটেনের রাজপুত্র হ্যারি


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ১৮ এপ্রিল, ২০২২, ০৩:০৪ পিএম

বিশ্ব ইউক্রেনের সঙ্গে আছে, বললেন ব্রিটেনের রাজপুত্র হ্যারি

বিশ্ব ইউক্রেনের সঙ্গে আছে, বললেন ব্রিটেনের রাজপুত্র হ্যারি

নেদারল্যান্ডের হেগে ইনভিকটাস গেমসের উদ্বোধনী অনুস্থানে ডিউক অব সাসেক্স হ্যারি ইউক্রেনের উদ্দেশ্যে বলেছেন, ‘আপনারা জানেন আমরা আপনাদের সঙ্গে আছি,এই বিশ্ব আপনাদের সঙ্গে আছে এবং আপনারা আরো বেশি কিছুর যোগ্য।’ বিবিসি

প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনেস্কি ইউক্রেনের দলটিকে আহত সামরিক প্রবীণদের প্রতিযোগীতায় অংশ দিতে বিশেষ অনুমতি দেন।

এই সময় হ্যারি জানান, তার ছেলে আর্চি পাইলট হতে চায়। হ্যারি ২০১২-১৩ সালে আফগানিস্তান সেনাবাহিনীতে অ্যাপাচি হেলিকপ্টার পাইলট ছিলেন। হ্যারি বলেন, ‘আমি যখন তাকে জিজ্ঞাসা করি তুমি বড় হয়ে কি হবে, সে একদিন বলে সে মহাকাশচারী হবে আরেকদিন বলে পাইলট হবে। কিন্তু আমি তাকে মনে করিয়ে দেই যে বড় হয়ে মানুষ যাই হোক না কেনে চরিত্রই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
হেগে আসার আগে এই হ্যারি ও তার স্ত্রী মেগান মের্কেল বৃহস্পতিবার রানি এলিজাবেথের সঙ্গে দেখা করতে যুক্তরাজ্যে উইন্ডসরে যান। প্রিন্স চার্লসের সঙ্গেও দেখা করেন তারা। প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী কেট মিডলটন এই সময় অবকাশে আটলান্টিকে ছিলেন।