ঢাকা, বুধবার, এপ্রিল ২৩, ২০২৫ | ১০ বৈশাখ ১৪৩২
Logo
logo

‘বড় দিন পর্যন্ত গাজায় আমার পরিবার বাঁচবে না’ : ব্রিটিশ ফিলিস্তিনি এমপি


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৯ ডিসেম্বর, ২০২৩, ০৩:১২ পিএম

‘বড় দিন পর্যন্ত গাজায় আমার পরিবার বাঁচবে না’ : ব্রিটিশ ফিলিস্তিনি এমপি

‘বড় দিন পর্যন্ত গাজায় আমার পরিবার বাঁচবে না’ : ব্রিটিশ ফিলিস্তিনি এমপি

 ফিলিস্তিনি বংশোদ্ভুত ব্রিটিশ পার্লামেন্ট সদস্য (এমপি) লায়লা মোরানের সম্প্রসারিত পরিবারের সদস্যরা গাজার একটি গির্জায় দুই মাসের বেশি দিন আগে আশ্রয় নিয়েছেন। তার আশংকা ২৫ ডিসেম্বর পর্যন্তু তার পরিবারের সদস্যরা বাঁচতে পারবেন না। 

লায়লার দাদী, তার ছেলে, তার স্ত্রী এবং তাদের ১১ বছর বয়সী জমজ সন্তানরা উত্তর গাজার হোলি ফ্যামিলি গীর্জায় অবস্থান করছেন।

অক্সফোর্ড এন্ড এবিংডনের এমপি লায়লা দ্য গার্ডিয়ানকে বলেন, তার আশংকা, ইসরায়েলি বাহিনীর দ্বারা অবরুদ্ধ এ গির্জায় অবস্থানকারী তার পরিবারের এসব সদস্য বাঁচতে পারবেন না। সেখানে পানির তীব্র অভাব রয়েছে এবং ইসরায়েলের স্নাইপার শুটার সেনারা গুলি চালাচ্ছে।

যে গির্জায় লায়লার পরিবার আশ্রয় নিয়েছে সেখানে বাস্তুচ্যূত অনেক ফিলিস্তিনিও রয়েছেন। 

তিনি টেলিফোনে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন। তারা জানিয়েছেন যে, ইসরায়েলি বাহিনী তাদের এলাকায় হামলা তীব্র করায় তার এখন ভীষণ আতঙ্কের মধ্যে রয়েছেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি