ঢাকা, শনিবার, মার্চ ১৫, ২০২৫ | ৩০ ফাল্গুন ১৪৩১
Logo
logo

লিওনেল মেসি শৈশবের ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজেরে বিরুদ্ধে খেলবেন


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২০ ডিসেম্বর, ২০২৩, ০২:১২ পিএম

লিওনেল মেসি শৈশবের ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজেরে বিরুদ্ধে খেলবেন

লিওনেল মেসি শৈশবের ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজেরে বিরুদ্ধে খেলবেন

যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামি নতুন মৌসুমকে সামনে রেখে আরও একটি প্রস্তুতি ম্যাচ নিশ্চিত করেছে। আগামী ফেব্রুয়ারিতে তারা প্রীতি ম্যাচে খেলবে লিওনেল মেসির শৈশবের ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজের বিপক্ষে।

দুই দলই গত সোমবার বিষয়টি নিশ্চিত করেছে। ফ্লোরিডার ফোর্ট লডারডেলের ডিআরভি পিএনকে স্টেডিয়ামে আগামী ১৫ ফেব্রুয়ারি আর্জেন্টাইন ক্লাবটির বিপক্ষে মাঠে নামবে মায়ামি।

এই প্রথম ক্যারিয়ারের প্রথম ক্লাব নিওয়েলসের বিপক্ষে খেলতে দেখা যাবে মেসিকে, যেখানে শুরু হয়েছিল তার ফুটবলার হওয়ার পথচলা। গোল ডটকম

১৩ বছর বয়স পর্যন্ত নিওয়েলসের হয়ে খেলেন মেসি। এরপর যোগ দেন বার্সেলোনায়। সেখানে দীর্ঘ অধ্যায় শেষে ২০২১ সালে নাম লেখান পিএসজিতে। ফরাসি ক্লাবটিতে চুক্তির মেয়াদ শেষে গত গ্রীষ্মে পাড়ি দেন মেজর সকার লিগের ক্লাব মায়ামিতে।

নিওয়েলসের বিপক্ষে ম্যাচসহ আগামী মৌসুম শুরুর আগে ছয়টি প্রীতি ম্যাচ নিশ্চিত করল মায়ামি। তাদের প্রথম প্রীতি ম্যাচটি হবে আগামী ১৯ জানুয়ারি, এল সালভাদর জাতীয় দলের বিপক্ষে। এরপর তারা দুটি ম্যাচ খেলবে সৌদি প্রো লিগের দুই ক্লাব আল হিলাল (২৯ জানুয়ারি) ও ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাস্রের (১ ফেব্রুয়ারি) বিপক্ষে। ৪ ফেব্রুয়ারি মায়ামির প্রতিপক্ষ হংকংয়ের প্রথম বিভাগ লিগের শীর্ষ খেলোয়াড়দের নিয়ে গঠিত একটি দল। পরের ম্যাচ তিন দিন পর, জাপান ন্যাশনাল স্টেডিয়ামে স্থানীয় ক্লাব ভিসেল কোবের বিপক্ষে।

এই মৌসুমে এমএলএসের প্লে অফে জায়গা করে নিতে পারেনি মায়ামি। তবে প্রথমবার জেতে লিগস কাপের শিরোপা। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি