ঢাকা, বুধবার, এপ্রিল ২৩, ২০২৫ | ১০ বৈশাখ ১৪৩২
Logo
logo

সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই অর্থ গাজাকে ধুলিস্যাত করা নয়: ফ্রান্স


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২১ ডিসেম্বর, ২০২৩, ০৫:১২ পিএম

সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই অর্থ গাজাকে ধুলিস্যাত করা নয়: ফ্রান্স

সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই অর্থ গাজাকে ধুলিস্যাত করা নয়: ফ্রান্স

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে টানা আড়াই মাসের অবিরাম হামলায় ২০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

বর্বর এই আগ্রাসনের জেরে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে বাড়ছে ক্ষোভ। ইসরায়েলের সমর্থক হওয়ার পরও এবার দেশটির কড়া সমালোচনা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

তিনি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার অর্থ ‘গাজাকে মাটিতে মিশিয়ে দেওয়া’ নয়। সম্প্রচারমাধ্যম ফ্রান্স ৫-কে তিনি বলেছেন, ‘আমরা এই ধারণাটিকে প্রতিষ্ঠিত হতে দিতে পারি না যে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে কার্যকর লড়াইয়ের অর্থ গাজাকে মাটিতে মিশিয়ে দেওয়া বা বেসামরিক জনগণের ওপর নির্বিচারে হামলা বোঝায় না।’

আর তাই তিনি ইসরায়েলকে এই ধরনের হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তার মতে, ‘এটি উপযুক্ত নয়। কারণ সমস্ত জীবনের মূল্য একই এবং আমরা এটিকে সমর্থন করি’।

‘ইসরায়েলের আত্মরক্ষা এবং সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করার অধিকার’ স্বীকার করে ম্যাক্রোঁ বলেন, গাজায় বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং শেষ পর্যন্ত ‘মানবিক বিরতির মাধ্যমে যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাওয়ার’ আহ্বান জানাচ্ছেন তিনি।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। গাজার সরকারি মিডিয়া অফিস বুধবার জানিয়েছে, উপত্যকাটিতে চলমান ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ২০ হাজার ছাড়িয়েছে। নিহতদের মধ্যে অন্তত ৮ হাজার শিশু এবং ৬ হাজার ২০০ নারী।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি