ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

চেক প্রজাতন্ত্রে বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলায় নিহত ১৫, আহত ২৪


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২২ ডিসেম্বর, ২০২৩, ১২:১২ পিএম

চেক প্রজাতন্ত্রে বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলায় নিহত ১৫, আহত ২৪

চেক প্রজাতন্ত্রে বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলায় নিহত ১৫, আহত ২৪

বিবিসির খবরে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের দেশ চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগের এক বিশ্ববিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরও ২৪ জন।  স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে ইয়ান পালাখ স্কয়ারে চার্লস বিশ্ববিদ্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার পরপরই পালাখ স্কয়ারসহ বিশ্ববিদ্যালয়ের আশেপাশের কয়েকটি সড়ক বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। 

২৪ বছর বয়সী ওই বন্দুকধারীর পরিচয় প্রকাশ না করা হলেও ঘটনাস্থলে নিহত হয়েছেন। তবে হামলাকারী চার্লস বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের একজন শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ।  এদিকে পুলিশের দাবি, ওই বন্দুকধারীর বাবাকেও বৃহস্পতিবার সকালে মৃত অবস্থায় পাওয়া গেছে।

দেশটির নোভা টিভি স্টেশন জানায়, হামলার সময় প্রাগের কেন্দ্রস্থলে একটি ভবনের ছাদে বিস্ফোরণের ঘটনা ঘটছে। স্বরাষ্ট্রমন্ত্রী ভিট রাকুসান বলেছেন, এখন পর্যন্ত একজন বন্দুকধারীর বিষয়েই নিশ্চিত হওয়া গেছে। সেখানে শুধুমাত্র একজন বন্দুকধারীই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তারা হঠাৎ করে সেখানে গুলির শব্দ শুনতে পান। এসময় অনেকেই নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি শুরু করে। তবে সেখানে কী ঘটছে তা অনেকেই জানতেন না। বার্তা সংস্থা রয়টার্স বলছে, চার্লস বিশ্ববিদ্যালয়ের ফিলোসোফি ফ্যাকাল্টির এক স্টাফের কাছে এই হামলার বিষয়ে ইমেইলে আগেই একটি সতর্কবার্তা পাঠানো হয়েছিল। সেখানে লেখা ছিলো, যেখানে আছেন সেখানেই থাকুন। কোথাও যাবেন না। যদি অফিসে থাকেন তাহলে সেটি বন্ধ রাখুন, তালা দিন। আসবাবপত্র দরজার সামনে রাখুন, বাতি নিভিয়ে দিন।  

হামলার প্রকৃত কারণ জানতে তদন্তে নেমেছে কর্তৃপক্ষ। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এক এক্স পোস্টে (টুইট) চেক প্রেসিডেন্ট পেত্র পাভেল নিহতদের পরিবার এবং আত্মীয়দের প্রতি সমবেদনা জানিয়ে লিখেছেন তিনি মর্মাহত। দেশটির প্রধানমন্ত্রী পেত্র ফিয়ালা তার নির্ধারিত সব অনুষ্ঠান বাতিল করে প্রাগের উদ্দেশে রওনা হয়েছেন। 

এর আগে দেশটিতে একক বন্দুকধারীর হামলায় এত হতাহতের ঘটনা ঘটেনি। তাই এটিকে আধুনিক চেক প্রজাতন্ত্রের সবচেয়ে ভয়াবহ বন্দুক হামলা বলে বিবেচনা করা হচ্ছে। এ ঘটনায় ২৩ ডিসেম্বর একদিনের জাতীয় শোক ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট পিতর পাভেল।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি