ঢাকা, বুধবার, এপ্রিল ২৩, ২০২৫ | ১০ বৈশাখ ১৪৩২
Logo
logo

এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহত ৯৮ সাংবাদিক


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২২ ডিসেম্বর, ২০২৩, ০৪:১২ পিএম

এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহত ৯৮ সাংবাদিক

এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহত ৯৮ সাংবাদিক

বৃহস্পতিবার গাজার মিডিয়া অফিস এক বিবৃতিতে এই তথ্য জানায়। ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় শুরু হওয়া ভয়াবহ বোমা ও বিমান হামলায় আলা আবু মুয়াম্মারের মৃত্যুর মাধ্যমে নিহতের সংখ্যা ৯৮ এ পৌঁছেছে। 

তবে এখন পর্যন্ত আবু মুয়াম্মারের মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানা যায়নি। এর আগে মিডিয়া অফিস আরেকটি বিবৃতিতে বলেন, ইসরায়েল ‘ফিলিস্তিনি বয়ানকে নীরব করতে, সত্যকে আড়াল করতে, আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে খবর ও তথ্য পৌঁছাতে বাধা দিতে’ গাজায় সাংবাদিকদের ‘ইচ্ছাকৃতভাবে’ হত্যা করছে।

জাতিসংঘের কর্তৃপক্ষের মতে, গাজায় সংঘর্ষের ফলে অবকাঠামোর ব্যাপক ক্ষতি হচ্ছে এবং অভূতপূর্ব মানবিক বিপর্যয় ঘটছে।

সাম্প্রতিক সময়ে ইসরায়েলি বাহিনী উত্তর গাজায় প্রবেম করলে সেখানে ফিলিস্তিনি যোদ্ধাদের সাথে তীব্র সংঘর্ষ হয়। ৭ অক্টোবর থেকে চলমান যুদ্ধে দেশটিতে এখন পর্যন্ত ২০,০০০ ফিলিস্তিনি নিহত  এবং ৫২,৬০০ আহত হয়েছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি