ঢাকা, বুধবার, মার্চ ২৬, ২০২৫ | ১২ চৈত্র ১৪৩১
Logo
logo

ঝিনাইগাতী উপজেলার দুই ইউনিয়নের দশটি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত


মো. মুগনিউর রহমান মনি, শেরপুর   প্রকাশিত:  ০৯ জুন, ২০২২, ০২:০৬ পিএম

ঝিনাইগাতী উপজেলার দুই ইউনিয়নের দশটি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত

প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে শেরপুর জেলার সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার দুই ইউনিয়নের দশটি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে অন্তত সহস্রাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ঝিনাইগাতী উপজেলার মহারশী নদীর পানি বৃদ্ধি পেয়ে ঝিনাইগাতী সদর ও ধানশাইল ইউনিয়নের দশটি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এসব গ্রামের বেশ কিছু বাড়ি ঘরেও পানি ঢুকে পড়েছে।