ঢাকা, শনিবার, মার্চ ১৫, ২০২৫ | ৩০ ফাল্গুন ১৪৩১
Logo
logo

১২ দল থেকে বেড়ে ৬৪ দল, আসছে ইউরোপিয়ান সুপার লিগ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৩ ডিসেম্বর, ২০২৩, ০২:১২ পিএম

১২ দল থেকে বেড়ে ৬৪ দল, আসছে ইউরোপিয়ান সুপার লিগ

১২ দল থেকে বেড়ে ৬৪ দল, আসছে ইউরোপিয়ান সুপার লিগ

ইউরোপিয়ান সুপার লিগ নিয়ে ক্ষমতার অপব্যবহার করেছে উয়েফা ও ফিফা। ভেঙেছে ইউরোপিয়ান ইউনিয়নের আইন। এমন রায় দিয়েছে ইউরোপের সর্বোচ্চ আদালত ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিস। রায়ে সন্তুষ্ট রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা। এমনকি ৬৪ দলের নতুন ফরম্যাটও ঘোষণা করে দিয়েছে তারা। তবে উয়েফা বিবৃতি দিয়ে জানিয়েছে রায়ে সুপার লিগ চালুর অনুমতি নেই।

নতুন প্রাণের সঞ্চার ইউরোপিয়ান সুপার লিগকে ঘিরে। আদালতের একটা রায় বদলে দিয়েছে দৃশ্যপট। বিদ্রোহী থেকে বিজয়ী রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা। যারা প্রতিদ্বন্দ্বিতার মঞ্চ ছেড়ে এক হয়েছিল নিজস্ব, নতুন এই টুর্নামেন্টকে ঘিরে। 

ইউরোপের ফুটবল চলে ইউরোপিয়ান ইউনিয়নের আইনে। বিচারও ইউরোপিয়ান আদালতে। ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিসেই ন্যায়বিচারের জন্য গিয়েছিল এই দু’ক্লাবের হয়ে, ইএসএল-এর প্রচারণার দায়িত্বে থাকা প্রতিষ্ঠান এ টোয়েন্টি টু।

প্রায় দু’বছর ধরে চলা মামলায় আদালতের রায়ে কাঠগড়ায় ফিফা, উয়েফা। ইএসএলে যোগ দেয়া ক্লাবগুলোকে নিষেধাজ্ঞার হুমকি আর জরিমানা দিয়ে ইইউ’র আইন ভঙ্গ করেছে বলে রায়ে বলেছেন বিচারক। 

ঐতিহাসিক রায়কে নিজেদের পক্ষে বলে দাবি করে এ টুয়েন্টি টু’র প্রধান নির্বাহী বার্নড রেইকার্ট বলেন, টিকে থাকার লড়াইয়ে আমাদের জয় হয়েছে। উয়েফার আধিপত্যের সমাপ্তি হয়েছে। ফুটবল এখন মুক্ত। ক্লাবগুলো নিষেধাজ্ঞা থেকে পরিত্রাণ পেয়েছে। নিজেদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে আর বাধা নেই। সমর্থকদের জন্য আমরা বিনামূল্যে খেলা দেখানোর ব্যবস্থা করব। আর ক্লাবগুলোকে মুনাফার নিশ্চয়তা দেবো।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি