এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৪ ডিসেম্বর, ২০২৩, ০৪:১২ পিএম
তরুণ শিল্পীদের কাছ থেকেও আমি শিখি: রিয়াজ
ঢালিউডের লাভারবয় রিয়াজ বলেন, বাংলাদেশে আমার যারা দর্শক বা ভক্ত আছেন সবার ভালোবাসায় আজ পযর্ন্ত আসতে পেরেছি এবং সামনে এগিয়ে যেতে চাই। আমাকে রিপেজেন্ট করার মতো অটোবায়োগ্রাফি এখনো আমি করিনি। আমার মনে হয় আমি এতোটা বিখ্যাত কেউ নই। আমি অতি ক্ষুদ্র একজন মানুষ। তবে কেউ যদি অটোবায়োগ্রাফি করতে চান, মোস্ট ওয়েল-কাম। আমাদের ইন্ড্রাস্টিতে এখন যারা কাজ করছেন, তারা অবশ্যই বেরি মাচ ট্যালেন্টেড। কারণ ডিজিটাল যুগে অডিয়েন্সকে খুশি করা খুব জটিল। আমাদের সময় এটি এতো জটিল ছিলো না। এখন এই জটিল কাজটা আমাদের তরুণ অভিনয় শিল্পীরা করছেন, সো আমি তাদের দেখেও শিখছি।
একসময় আমি আকাশের মেঘের সঙ্গে ঘুরে বেড়াতাম। আকাশের চেয়ে অনেক বড় হচ্ছে মানুষের মন, হৃদয়। সেই হৃদয়ে বিচরণ করার একটা সুযোগ আমি পেলাম এবং সে সময় সুযোগটা কাজে লাগালাম।
আমার কাজের ক্ষেত্রে, আমি স্পেসেফিক কোনো গুরুর নাম এখন বলতে পারবো না। তবে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবো জসিম ভাই, দিলিপ বিশ্বাস, মতিন রহমান, মোহাম্মদ হান্নান, মতিউর রহমান পানু, নায়ক রাজ রাজ্জাক আঙ্কেলের নাম। তাদের প্রত্যেকের কাছ থেকে আমি শিখেছি।
প্লেন চালানো নাকি অভিনয় করা, কোনটা বেশি কঠিন? এ প্রশ্নে রিয়াজ বলেন, বিমান চালানো নিয়ে আমি দেশে-বিদেশে ট্রেনিং করেছি, এটা আমার জন্য একটা অন্য রকম ব্যাপার ছিলো। আর অভিনয় তো অবশ্যই একটা চর্চার ব্যাপার। আমি প্রতিনিয়তই অভিনয় শিখছি। আর বিমান চালানো আমার একাডেমিক এক্সপেরিয়েন্স, সো এটা আমার জন্য ভালো ছিলো।
আমি বহু অভিনেত্রীর সঙ্গে কাজ করেছি। ফিল্ম ক্যারিয়ারে অনেক নায়িকার সঙ্গেও আমার বিয়ে হয়েছে। তবে তা পর্দায়। তাদের মধ্যে প্রত্যেকেই খুব ভালো অভিনয় করতো। স্পেশালি মৌসুমী আপু, শাবনূর, পূর্ণিমা, পপি, নিপুন, অপু-বিশ্বাস বা এছাড়াও যারা আছেন, আমার প্রত্যেকের সঙ্গে অভিনয় করতে ভালো লাগতো। সূত্র : সময় টিভির ভিডিও কনটেন্ট থেকে শ্রুতিলিখন করা হয়েছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি