এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৫ ডিসেম্বর, ২০২৩, ১২:১২ পিএম
গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির মিশরের প্রস্তাব
ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের হাতে আটক ইসরায়েলি জিম্মিদের মুক্ত করতে এবং হামাস-ইসরায়েল সংঘাত অবসানে একটি নতুন প্রস্তাব দিয়েছে মিশর। তিন ধাপের এই প্রস্তাবের প্রথম ধাপে বলা হয়েছে, হামাস ৪০ জিম্মিকে ছেড়ে দেওয়ার বিনিময়ে গাজায় ১৪ দিনের যুদ্ধবিরতি পালন করা হবে।
যুদ্ধবিরতির এই সময়ে গাজায় সব ধরনের হামলা ও নজরদারি বন্ধ রাখবে দখলদার ইসরায়েলি সেনারা। এছাড়া তারা ১২০ ফিলিস্তিনি বন্দিকেও মুক্তি দেবে ইসরায়েল।
প্রস্তাবের দ্বিতীয় ধাপে ফিলিস্তিনি অথরিটি (পিএ) ও হামাসে সমন্বয়ে গাজায় একটি জরুরি নিরাপত্তা সরকার গঠন করার কথা বলা হয়েছে। এই সরকারে গাজার অন্য্য গোষ্ঠীগুলোকেও অন্তর্ভুক্ত করা হবে।
আর তৃতীয় ধাপে রাখা হয়েছে দীর্ঘকালীন যুদ্ধবিরতির প্রস্তাব। এই ধাপে আরও জিম্মিকে মুক্তি দেওয়া হবে এবং গাজা উপত্যকা থেকে ইসরায়েলের সব সেনাকে প্রত্যাহার করা হবে।
মিশরের এই প্রস্তাব প্রকাশ হওয়ার পর ইসরায়েলের একটি সূত্র সংবাদমাধ্যম মারিভকে বলেছেন, প্রস্তাবের কিছু অংশ গ্রহণযোগ্য নয়। তবে সূত্রটি জানিয়েছে, এই উদ্যোগ আলোচনার একটি পথ প্রশস্ত করতে পারে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি