এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৫ ডিসেম্বর, ২০২৩, ১২:১২ পিএম
ম্যাচ হারের পর কোচকে রেখেই টিম হোটেলে ফিরলো নাপোলি দল
ফুটবল খেলা মাঠে অনেক ধরনের ঘটনা ঘটে থাকে। ম্যাচ হারের পর সতীর্থদের সঙ্গে বাকবিতর্ক খুবই স্বাভাবিক ঘটনা। তবে ইতালিয়ান ফুটবলে ঘটেছে অন্য রকম ঘটনা। ম্যাচ হারের দলের গুরুত্বপূর্ণ সদস্য কোচকে রেখেই চলে গেলো নাপোলির টিম বাস। এরপর নাপোলির কোচ ওয়াল্তার মাজ্জারিকে ট্যাক্সিতে করে ফিরতে হয়।
রোমার বিপক্ষে হারের হতাশা নিয়ে সংবাদ সম্মেলনে যান ওয়াল্তার মাজ্জারি। সম্মেলন শেষ হতে বেশি সময় লেগে যায়। তাই কোচের জন্য অপেক্ষা করেনি টিম বাস। তাকে ফেলে রেখেই স্টেডিয়াম ত্যাগ করে টিম বাস। এতে অলিম্পিক স্টেডিয়াম থেকে নেপলসে ফিরতে হয়েছে ট্যাক্সিতে চেপে।
মৌসুমের শুরু থেকেই বারবার হোঁচট খাচ্ছে নাপোলি। বড় দিনের আগের ম্যাচেও সেরি আ’তে সুখকর অভিজ্ঞতা হয়নি গতবারের লিগ চ্যাম্পিয়নদের। রোমার মাঠে শনিবার রাতে ২-০ গোলে হেরে যায় তারা। দুটি গোলই মাজ্জারির দল হজম করে দ্বিতীয়ার্ধে।
এদিন ম্যাচে দুই গোল হজমের আগে দুই লাল কার্ডে ৯ জনের দলে পরিণত হয় নাপোলি। লাল কার্ড দেখেন মাত্তেও পলিতানো ও ভিক্টো ওসিমেন।
দুই লাল কার্ড, দলের হার- সব মিলিয়ে অস্বস্তি নিয়ে সংবাদ সম্মেলনে আসেন মাজ্জারি। একের পর এক প্রশ্নের উত্তর দিতে দিতে সংবাদ সম্মেলনও হতে থাকে দীর্ঘ
ইতালিয়ান দৈনিক রিপাবলিকা তাদের প্রতিবেদনে জানিয়েছে, কোচের জন্য বাইরে অপেক্ষায় ছিলো টিম বাস। কিন্তু ওই প্রশ্ন-উত্তর পর্ব দীর্ঘ হওয়ার কারণে শেষ পর্যন্ত কোচকে রেখে চলে যান খেলোয়াড়, কোচিং স্টাফসহ বাকিরা। ফলে নেপলসে ফিরতে ট্যাক্সি নিতে হয় মাজ্জারিকে।
এই হারের পর ১৭ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে সেরি আ টেবিলে সপ্তম স্থানে আছে নাপোলি। ২৮ পয়েন্ট নিয়ে তাদের চেয়ে এক ধাপ উপরে আছে রোমা।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি