ঢাকা, শনিবার, মার্চ ১৫, ২০২৫ | ৩০ ফাল্গুন ১৪৩১
Logo
logo

মেসি, রোনালদো ও নেইমারসহ মাঠের তারকারা যেভাবে কাটালেন বড়দিন 


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৫ ডিসেম্বর, ২০২৩, ১০:১২ পিএম

মেসি, রোনালদো ও নেইমারসহ মাঠের তারকারা যেভাবে কাটালেন বড়দিন 

মেসি, রোনালদো ও নেইমারসহ মাঠের তারকারা যেভাবে কাটালেন বড়দিন 

প্রতি বছরের ২৫ ডিসেম্বর এটি উদযাপিত হয় বিশ্বজুড়ে। এই দিনেই জন্মগ্রহণ করেছিলেন খ্রিস্ট ধর্মের প্রবর্তক যিশুখ্রিস্ট। ধর্মীয় আচার-অনুষ্ঠানের সীমানা ছাড়িয়ে বড়দিন আনন্দের উপলক্ষে পরিণত হয়েছে। তাই দিনটি এলেই নানা সাজে রঙিন হন অনেকে, বিনিময় করেন খুশি-ভালোবাসা।

এর থেকে ব্যতিক্রম নন মাঠের তারকারও। বড়দিনকে কেন্দ্র করে নানা রকম আনন্দে মেতে ওঠেন তারা। খেলার ব্যস্ততা না থাকলে পরিবারের সঙ্গেই বিশেষ দিনটি উদযাপন করেন তারা। এই যেমন লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো, রবার্ট লেভান্দোভস্কি, নেইমার, থিয়াগো সিলবা, ওতামেন্দি সবারই বড় দিন কাটছে পরিবারের সঙ্গে। এনটিভি

এর মধ্যে অবশ্য নেইমারের টা একটু ভিন্ন। লম্বা সময় ধরে মাঠের বাইরে তিনি। চোট-অস্ত্রোপচার সবকিছু মিলিয়ে ঘরবন্দি সময় কাটছে নেইমারের। তবে, এই সময়টা সন্তানদের সঙ্গে দারুণভাবে কাটাচ্ছেন নেইমার। আজ বড় দিনেও দুই সন্তানকে নিয়ে আছেন তিনি। ছেলে-মেয়ের সঙ্গে সেই ছবি সোশ্যাল মিডিয়াতে ভক্তদের সঙ্গে শেয়ারও করেছেন ব্রাজিল সুপার স্টার।

লিওনেল মেসিও বড়দিন কাটাচ্ছেন পরিবারের সঙ্গে। তিনি আছেন পরিবার নিয়ে রোজারিওতে। ফুটবল তারকাদের মতো ক্রিকেট তারকারাও দিনটিতে সময় দিচ্ছেন পরিবারকে। বড়দিনের সাজে পরিবারের সঙ্গে ফ্রেমে বন্দি হচ্ছেন আবার সেই ছবি পোস্ট করছেন সোশ্যাল মিডিয়াতে। বছর জুড়ে আনন্দে থাকা ডেভিড ওয়ার্নারের কাছেও দিনটি বিশেষ। তাইতো বড়দিনের সাজে সোশ্যাল মিডিয়াতে হাজির হয়েছেন তিনিও। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি