মোঃ আবুল হোসেন সরদার প্রকাশিত: ০৯ জুন, ২০২২, ০৫:৪৩ পিএম
শরীয়তপুরের জাজিরা উপজেলা ছাত্রলীগের সাবেক (ভারপ্রাপ্ত) সভাপতি জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি বিএম মোজাম্মেল উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ সাইফুর রহমান (সাইফুল) মালত (৪৭) কে প্রতিপক্ষের লোকেরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার ঘটনায় ৪৭জনকে আসামী করে জাজিরা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে । এ ঘটনায় পুলিশ ১ জনকে আটক করেছে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানাগেছে, জেলার জাজিরা উপজেলার জাজিরা ইউনিয়নের উত্তর খোশাল সিকদার কান্দি গ্রামের মৃত হাজী পুনাই মালতের ছেলে জাজিরা উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি বিএম মোজাম্মেল হক উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ সাইফুর রহমান (সাইফুল) মালত (৪৭)সঙ্গীয় হিরু সেক কে সাথে নিয়ে গত মঙ্গলবার রাত অনুমান সোয়া ৯-৫৪ মিঃ জাজিরা বাজার থেকে নিজ বাড়ি ফেরার পথে জাজিরা বাজারের উত্তর পাশে নদীর উপর ব্রীজ পার হয়ে যাওয়ার সময় রাত অনুমান ১০টায় পিছন থেকে কতিপয় সন্ত্রাসী হিরু সেকে গতিরোধ করে এলাপাথারি মারপিট শুরু করে।
এ সময় সাইফুল পিছনে চিৎকার শুনে এগিয়ে গেলে সন্ত্রাসীরা সাইফুলের উপর অতর্কিত হামলা চালিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে গুরুতর জখম করে। পরে নিহত সাইফুলের ভাবী তাহমিনা আক্তার উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সে চিকিৎসাধীন অবস্থায় মারাযায়। বুধবার বাদ এশা লাশ বাড়ি ফেরার পর জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বৃহস্পতিবার দুপুরে নিহত সাইফুলের ভাই সামসুল হক মালত বাদী হয়ে সাইফুলের আপন চাচা আঃ সালাম মালতকে প্রধান আসামী সহ ৪৭জনকে আসামী করে জাজিরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। এ মামলার অন্যতম এক আসামী সুজন ফকিরকে কে ঘটনার কিছুক্ষন পরেই গ্রেফতার করে কোর্টে সোপর্দ করেেেছ।
নিহত সাইফুলের স্ত্রী শামিমা আকতার মিতু বলেন, আমিার স্বামী বাবুল মাদবর সমর্থক ছিলেন। তাকে মারার জন্য সেলিম মাদবর সমর্থক ও তার আতœীয় শাহিন সিকদার রাসেল মাদবর, সুমন বেপারী সেলিম মাদর গংরা গত এক বছরে কমপক্ষে ৩/৪ বার বের দেয়। তিন দিন পূর্বে ও নৌকা দিয়ে পার হওয়ার সময় তাকে বের দেয়।এরাই আমার স্বামীকে খুন করেছে। আমি এর বিচার চাই।
এ ব্যাপারে জাজিরা থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে ৪৭ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছে। ১জন গ্রেফতার রয়েছে।