ঢাকা, বুধবার, এপ্রিল ২৩, ২০২৫ | ১০ বৈশাখ ১৪৩২
Logo
logo

ইরানি কমান্ডার মুসাভিকে হত্যা, ইসরায়েলকে মূল্য দিতে হবে: রাইসি


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৬ ডিসেম্বর, ২০২৩, ০২:১২ পিএম

ইরানি কমান্ডার মুসাভিকে হত্যা, ইসরায়েলকে মূল্য দিতে হবে: রাইসি

ইরানি কমান্ডার মুসাভিকে হত্যা, ইসরায়েলকে মূল্য দিতে হবে: রাইসি

সিরিয়ার দামেস্কের উপকণ্ঠে ইসরায়েলি বোমা হামলায় নিহত হয়েছেন ইরানের শীর্ষস্থানীয় সেনা কমান্ডার সাইদ রাজি মুসাভি। তিনি সিরিয়া ও লেবাননে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সবচেয়ে পুরোনো কমান্ডারদের একজন। ওই এলাকায় আশির দশক থেকে কাজ করছেন মুসাভি। 

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা সোমবার জানিয়েছে, দামেস্কের উপকণ্ঠের জেইনাবিয়া জেলায় ‘ইহুদিবাদী শাসকদের’ হামলায় সাইদ রাজি মুসাভি নিহত হয়েছেন। তিনি সিরিয়ায় ইরানের শীর্ষ কমান্ডার হিসেবে কাজ করতেন। সিরিয়া ও ইরানের সামরিক বাহিনীর মধ্যে সমন্বয়কের দায়িত্ব পালন করতেন মুসাভি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন তাকে সিরিয়ায় রেভল্যুশনারি গার্ড কোরের সবচেয়ে অভিজ্ঞ উপদেষ্টা হিসেবে বর্ণনা করা হয়েছে।

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মুসাভির ওপর হামলাকে ‘ইহুদিবাদী শাসকদের’ হতাশার বহিঃপ্রকাশ বলে অভিহিত করেছেন। এর মধ্য দিয়ে আঞ্চলিকভাবে ইসরায়েল কোণঠাসা হয়ে পড়েছে বলেও প্রমাণিত হয়েছে। মনে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এর হত্যার ঘটনার  জন্য ইসরায়েলকে অবশ্যই মূল্য দিতে হবে।

এর আগেও বেশ কয়েকবার মুসাভিকে হত্যার চেষ্টা করেছিল ইসরায়েল। এবার তাদের সেই চেষ্টা সফল হলো। ইরান ও ইরাক থেকে সিরিয়া এবং সেখান থেকে লেবাননে হিজবুল্লাহর কাছে অস্ত্রের চালান পৌঁছানোর নেটওয়ার্কে মুসাভি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছিলেন বলে দাবি করেছে ইসরায়েলের। ইরানের ‘প্রতিরোধের অক্ষের’ ভেতরে তিনি ছিলেন খুবই প্রভাবশালী ব্যক্তি।

ইরানের রেভল্যুশনারি গার্ডের এলিট বাহিনী কুদস ফোর্সের সাবেক কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানির অন্যতম ঘনিষ্ঠ সহচর ছিলেন মুসাভি। ২০২০ সালে ইরাকে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় সোলাইমানি নিহত হন। ইরানের আঞ্চলিক তৎপরতা সমন্বয়ের ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করতেন সোলাইমানি।

মুসাভি নিহতের ঘটনায় তাৎক্ষণিকভাবে ইসরায়েল সেনাবাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কয়েক বছর ধরে সিরিয়ায় ইরান সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে আসছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি