ঢাকা, শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫ | ২০ চৈত্র ১৪৩১
Logo
logo

মোশাররফ করিমের ‘হুব্বা’ প্রকাশ পাবে ১৯  জানুয়ারি 


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৬ ডিসেম্বর, ২০২৩, ০৪:১২ পিএম

মোশাররফ করিমের ‘হুব্বা’ প্রকাশ পাবে ১৯  জানুয়ারি 

মোশাররফ করিমের ‘হুব্বা’ প্রকাশ পাবে ১৯  জানুয়ারি 

ভারতবাসীরা এবার সত্যিই পাগল হবে মোশাররফ করিমের ‘হুব্বা’ দেখে।মোশাররফ করিম হচ্ছে অভিনয়ের গুরু, সে জানে কীভাবে কোন কাজটা করতে হবে’ ইউটিউবে ভারতীয় বাংলা ছবি ‘হুব্বা’ ট্রেলার প্রকাশের পর মোশাররফ করিমকে নিয়ে মন্তব্যের যেনো কোনো শেষ নেই। 

মোশারফ করিম পশ্চিম বঙ্গের “হুব্বা” সিনেমা মুক্তি পেতে যাচ্ছে আগামী ১৯ জানুয়ারি।

জাজ মাল্টিমিডিয়ার পেইজে সোমবার ‘হুব্বা'র রিলিজ কাহিনী প্রকাশ করা হয়েছে। 

বলা হয়, ‘হুব্বা’ সিনেমায় হুব্বা মানে মোশারফ করিম একজন গ্যং স্টার থাকে। হুব্বা সিনেমাতে হুব্বার জীবনের উত্থান পতন ও অন্ধকার দিকে খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন পরিচালক “ব্রাত্য বসু”।

‘হুব্বা’ সিনেমার ট্রেইলার অনলাইনে দেখে আমাদের মনে হলো মোশারফ করিমের এমন একটি সিনেমা বাংলাদেশের দর্শকের দেখা সুযোগ থাকা উচিত। সে আলোকে জাজ “হুব্বা” সিনেমার বাংলাদেশে পরিবেশনার দায়িত্ব নিয়েছে। আর জাজ সিনেমাটি বড় পরিসরে এবং জাজের অন্য সিনেমার মত প্রচার করেই মুক্তি দিবে । সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি