ঢাকা, বুধবার, এপ্রিল ২৩, ২০২৫ | ১০ বৈশাখ ১৪৩২
Logo
logo

গাজার মতো পরিণতি হতে পারে কাশ্মীরের: সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লার


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৬ ডিসেম্বর, ২০২৩, ১০:১২ পিএম

গাজার মতো পরিণতি হতে পারে কাশ্মীরের: সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লার

গাজার মতো পরিণতি হতে পারে কাশ্মীরের: সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লার

গাজায় শান্তি ফেরানোর জন্য ইজরায়েল এবং ফিলিস্তিনির মধ্যে আলোচনার পক্ষে কথা বলেছে ভারত। তাহলে কাশ্মীরে শান্তি ফেরানোর জন্য নয়াদিল্লি-ইসলামাবাদ আলোচনা হতে বাধা কোথায়? সোমবার এই প্রশ্ন তুললেন ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীর সাবেক মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লা। সেই সঙ্গে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান না হলে, গাজার মতোই পরিণতি হতে পারে কাশ্মীরের।

২০১৯ সালের ৫ আগস্ট ৩৭০ ধারা বিলোপের পর সীমান্তে পাকিস্তানি সেনার গোলাবাজি এবং উপত্যকার ভেতরে জঙ্গি হামলা এক যোগে চালু রয়েছে। নরেন্দ্র মোদি সরকারের ২০১৯ সালের ৫ আগস্টের পদক্ষেপে সুপ্রিম কোর্ট অনুমোদন করার পরে পুঞ্চে হয়ে গিয়েছে সেনার গাড়িতে হামলা। এই অবস্থায় পাকিস্তানের সঙ্গে আলোচনার জন্য তার কথাকে ঘিরে বিতর্ক হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন ফারুক নিজেই। 

এ বিষয়ে জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী বলেছেন, ‘আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী বলেছিলেন, বন্ধু বদলানো যায় কিন্তু প্রতিবেশী বদলানো যায় না। প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখলে দু’তরফেরই উন্নতি হয়।’ এর পরেই তার মন্তব্য, ‘আমাদের প্রধানমন্ত্রী মোদি তো বলেছেন, এটি যুদ্ধের যুগ নয়।’ 

গত সেপ্টেম্বরে শাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)-এর পার্শ্ববৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেন যুদ্ধে ইতি টানার পরামর্শ দিয়ে মোদি বলেছিলেন, ‘এই সময়টা যুদ্ধের নয়।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি